Header Border

ঢাকা, বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ ইং | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৩.৯৬°সে

চলচ্চিত্রে ব্যস্ত অভিনেত্রী মম শিউলি

অভিনেত্রী মম শিউলি। একের পর এক ছবিতে অভিনয় করছেন। হাতে আছে একগাদা কাজ। তিনি সিনেবার্তা প্রতিবেদককে জানান, ‘কলিজাতে দাগ লেগেছে’ শেষ করলাম। আরও কয়েকটি ছবির কথাবার্তা চলছে। থ্রিলার ছবি ‘দ্য প্ল্যানার’ এর কাজও প্রায় শেষ।

মম শিউলি আরো জানান, সময় পেলে নাটকের কাজও করছেন তিনি। তবে তার মূল ফোকাস চলচ্চিত্র, ক্যারিয়ারের শুরুতে রবির বিজ্ঞাপন করে আলোচনায় আসেন মম শিউলি। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে শিকারী, শাহেনশাহ, চালবাজ, পাগলের মতো ভালোবাসি ইত্যাদি।

উল্লেখ্য, ২০০৯ সালে ক্যারিয়ার শুরু করেন মমতাজ বেগম ওরফে মম শিউলি। সাবের হোসেন চৌধুরীর ‘ঘরমন সংসার’ নাটকের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। এর আগে স্বরবর্ণ থিয়েটারে ‘মুক্তিযোদ্ধা’ শীর্ষক নাটকে অভিনয় করে মঞ্চে পা রাখেন তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ট্র‍্যাপের পর মুক্তি পাচ্ছে দ্বীন ইসলামের চরিত্র
ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি
ফিল্ম ক্লাব ঢেলে সাজাতে চান সামসুল আলম-ইকবাল
চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু

আরও খবর