Header Border

ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

সঞ্জীব দাসের বিজ্ঞাপনে সাব্বির- সামান্তা শিমু

সম্প্রতি রাজধানীর উত্তরায় মনি মহলে শুটিং হাউজে নির্মিত হলো মিঃ ট্রাভের্লাস নামে একটি ট্রাভেলস এন্ড ট্যুরিজম অনলাইন কোম্পানির বিজ্ঞাপন চিত্রায়ন করা হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করলেন নির্মাতা সঞ্জীব দাস।বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ , সামান্তা পারভেজ,মুনিয়া আলম।ভিডিও চিত্রায়ন করেছেন এ আর আলম,এডিট কালার বিন্যাস করেছেন আল মামুন।,সহযোগি পরিচালক হিসাবে কাজ করেছেন খান সোহেল। বিজ্ঞাপন চিত্রের দূশ্য ধারন করা হয়েছে।খুব শিঘ্রই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।

নির্মাতা সঞ্জীব দাস বলেন, মিঃ ট্রাভের্লাস নামে বিজ্ঞাপনটি অসাধারন একটি গল্প। মডেল হিসাবে সাব্বির ও সামান্তা শিমু দুজনের গল্পে রসায়নটা ভালো ছিলো। দর্শকরা বিজ্ঞাপনটা ভালো ভাবে গ্রহন করবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সোলাস্তা’র ফটোশুটে গৌতম সাহা’র কোরিওগ্রাফিতে দীঘি
পুরস্কার পেলেন ফ্যাশন কোরিওগ্রফার গৌতম সাহা
বিজ্ঞাপনে প্রথমবার নায়ক কায়েস আরজু
প্রথমবার বিজ্ঞাপনে জিনিয়া জিনি
আহামের পূজার ফটোশুটে সৈয়দ রুমা
এবার বিজ্ঞাপনে তাসনুভা শিশির

আরও খবর