Header Border

ঢাকা, রবিবার, ২৮শে মে, ২০২৩ ইং | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.৯৬°সে

নিরব-বুবলী-রোশানের ‘চোখ’ : টিজার প্রকাশ

অসংখ্য দর্শকপ্রিয় টিভি ফিকশনের নির্মাতা আসিফ ইকবাল জুয়েল, বড়পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক হচ্ছে খুব শীঘ্রই। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মাণ করেছেন ‘চোখ’ শিরোনামের একটি চলচ্চিত্র। এতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘চোখ’ সিনেমার টিজার। ১ মিনিট ২৭ সেকেন্ডের টিজারে নিরব-বুবলী ছাড়াও জিয়াউল রোশানকেও দেখা গেছে। ‘চাচা তুমি কি ভুতে বিশ্বাস করো?’ টিজারের শুরুতেই নিরবের এমন সংলাপ দর্শক-শ্রোতাদের নজর কেড়ে নিয়েছে।

পুরো টিজারে থ্রিলার, সাসপেন্স আর টুইস্ট দেখা গেছে। সিনেমাতে ‘রাকেশ’ চরিত্রে অভিনয় করেছেন নিরব। বুবলীকে দেখা যাবে ‘রজনী’ চরিত্রে। রোশান-বুবলীর রোমান্সের এক ঝলকও দেখা গেছে প্রকাশিত টিজারে।

চলতি বছর শুরুর দিকে এ সিনেমার চিত্রায়ন শুরু হয়েছিল। টানা কাজ করে শেষ হয়েছে চিত্রায়ন। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে।

চোখ চলচ্চিত্রের টিজার-

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা
২ জুন প্রেক্ষাগৃহে আসছে বিলাশ খানের সুলতানপুর
নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই
মুক্তি পাচ্ছে চিকন আলীর বুবুজান
শফিক হাসানের দ্য ফ্রডে নায়িকা ববি হক
জমকালো আয়োজনে ২য় ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

আরও খবর