Header Border

ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ২৭.৯৬°সে

অভিনেত্রী ভুলু বারীর পাশে শিল্পী সমিতি

চলচ্চিত্রের শুটিং বন্ধ চলছে লকডাউন ইত্যাদি কারণে ভীষণ অভাব-অনটনে দিন কাটাচ্ছেন অভিনেত্রী ভুলু বারী। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী বিলকিস বারীর মেয়ে।

অভাব-অনটন নিয়ে ‘রুপালি পর্দার আড়ালে ভুলু বারীর অন্ধকার জীবন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টি চলচ্চিত্র শিল্পী সমিতির নজরে এলে অভিনেত্রীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘গত বছর করোনার শুরু থেকেই শিল্পী সমিতি অসচ্ছল শিল্পীদের সহযোগিতা করে আসছে। আমরা এই সহযোগিতা অব্যাহত রেখেছি। ভুলু বারীর অভাব অনটনের খবর জানার সঙ্গে সঙ্গে আমি নিজেই ফোন করে শিল্পী সমিতিতে তাকে ডেকে এনেছি। তাকে আমরা চাল, ডাল, তৈলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছি।’

চলচ্চিত্র শিল্পী সমিতি অসচ্ছল শিল্পীদের পাশে থেকে সহযোগিতা করে আসছে জানিয়ে জায়েদ খান বলেন, ‘আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’ভুলু বারী সর্বশেষ অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় কাজ করেছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি
ফিল্ম ক্লাব ঢেলে সাজাতে চান সামসুল আলম-ইকবাল
চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু
সমঝোতায় আসলেন সাইমন এবং বড়দা মিঠু

আরও খবর