Header Border

ঢাকা, বুধবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৪ ইং | ৮ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৯.৯৬°সে

আবারো বিয়ে করলেন বিতর্কিত নির্মাতা শামীম আহমেদ রনী

বর্তমান সময়ের সমালোচিত ও বিতর্কিত চলচ্চিত্র নির্মাতা শামীম আহমেদ রনি আবারো বিয়ে করলেন, ইতোমধ্যে বাগদান সেরে ফেলেছেন। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন তিনি। কনের নিজ বাড়ি বরিশালে বাগদান হয়েছে রনির। রবিবার (১৮ জুলাই) পারিবারিক ভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রবিবার রাতে বাগদানের খবর নিশ্চিত করেছেন নির্মাতা শামীম আহমেদ রনি নিজেই।তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে সবাই কাছে দোয়া চেয়েছেন।তিনি লেখেন,আলহামদুলিল্লাহ।অবশেষে এটি (বাগদান) সম্পন্ন হলো।এরপর থেকে কমেন্ট বক্সে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নির্মাতা। শামীম আহমেদ রনি হবু স্ত্রীর নাম নাসিরা জাহান অনন্যা।তিনি বরিশাল বিএম কলেজ মার্কেটিং এ অনার্স করছেন।জানা গেছে করোনা পরিস্থিতি কমলে চলতি বছরের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করবেন রনি। উল্লেখ্য, ২০১১ সালের ১৬ ডিসেম্বর নির্মাতা রনিকে ভালোবেসে প্রথম বিয়ে করেছিলেন তমা খান। এরপর দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় বিবাহিত বিচ্ছেদ হয় রনির। এবং তার প্রথম স্ত্রী আত্মহত্যা করেন। শামীম আহমেদ রনি পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘মেন্টাল’। এটি মুক্তি পায় ২০১৬ সালে। এছাড়া তার পরিচালিত সিনেমা গুলোর মধ্যে রয়েছে ‘বসগিরি’, ‘ধ্যাততেরিকি’ ও ‘রংবাজ’।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কোরিওগ্রাফার মাসুম বাবুলকে দানবীর কাদির মোল্লার আর্থিক সহায়তা
চলচ্চিত্র সংশ্লিষ্টদের অসন্তুোষ, পরিমনি সহ সবার কোরবানী নিষিদ্ধ

আরও খবর