Header Border

ঢাকা, শনিবার, ১লা অক্টোবর, ২০২২ ইং | ১৬ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ (শরৎকাল) ২৯.৯৬°সে

প্রকাশিত হলো সোহাগের ‘শুন্যতা’

আসছে জিএসটির ব্যানারে জনপ্রিয় কন্ঠ শিল্পী সোহাগের নতুন গান ‘শুন্যতা” সানজিদা ইভার কোরিওগ্রাফিতে ইসমাইল হাবিবের পরিচালনায়

মিউজিক্যাল ফিল্ম। শুন্যতা গানটিতে অভিনয় করেছেন মাসুম বিল্লাহ ও সানজিদা মালেক। ইতিমধ্যে গানটি জিএসটির ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে। দর্শক শ্রোতারা গানটি সাদরে গ্রহন করেছেন।

গানটি প্রসঙ্গে কন্ঠশিল্পী সোহাগবলেন, “অসাধারণ একটি গান, গানের কথা, সুর ও সংগীত এমনকি ভিডিও নির্মাণ করেছেন অনেক যত্নসহকারে । সামনে আরো ভালো ভালো গান নিয়ে হাজির হবে জিএনটি চ্যানেল। আমার সকল দর্শক স্রোতারাই আমার গানের অনুপ্রেরনা। সবাই দোয়া করবেন আমি যেন সব সময় ভালো গান আপনাদের উপহার দিতে পারি ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মুক্তি পেল মুন্না খান ও তানিশা’র মিউজিক্যাল ফিল্ম ‘চেংরা বউ”
মুক্তি পেল মুন্না খান ও সোনিয়া লাজুক মিউজিক্যাল ফিল্ম ‘মনের মাঝে আছিস রে তুই’
মুন্না খান ও নুসরাত পপি’র ‘দুঃখের সাথে পিরিত আমার’
শরীফ খান ও জিনিয়া জিনি’র ‘ও সাথী’
চিশতী বাউলের গান ‘নিবো না খবর’
জিনিয়া জিনির ‘তুই যে আমার প্রানো বন্ধু’

আরও খবর