Header Border

ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ২৭.৯৬°সে

সিডি ভিশন ড্রামা আসছে নতুন চমকে

দেশের অন্যতম প্রযোজনা সংস্থা সিডি ভীশন বরাবরের মতো নতুন চমক নিয়ে আসছে। বেশ কিছু নতুন নাটক টেলিফিল্ম ও শর্ট ফিল্ম নিয়ে কাজ করেছেন। ইতিমধ্যে এই বছরে তাদের চ্যানেল এ প্রকাশ পাওয়া বেশ কয়েকটি নাটক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে ,জোভান ও কেয়া পায়েল অভিনীত নাটক “প্রেম প্রেম ভাব “, তৌসিফ ও সাফা কবির অভিনীত “হয়তো তোমার জন্য ” ও “প্রাঙ্ক কাপল” , মুশফিক ফারহান ও চাষী’ আলম অভিনীত ” মেস সিক্সটি নাইন ” উল্লেখযোগ্য। সিডি ভিশন এর কর্ণধার মাহাবুব আলম বলেন, সিডি ভিশন দেশের বিনোদন জগতে অবদান রেখে চলেছে। গান নাটক, ফিল্ম মুক্তি দিয়ে দর্শকদের মন জয় করেছে। এরই ধারাবাহিকতায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি দর্শকদের প্রতিনিয়ত নিত্য নতুন নাটক দিতে। নাটক এর মান ঠিক রাখতে আমরা টেকনিক্যাল ফুল সেটাপ করেছি যাতে আমাদের কাজে গতি আরও বৃদ্ধি পায়। সামনে যে নাটকগুলো অাসছে, তা দর্শকমহলে বেশ সাড়া ফেলবে। কারণ আমরা বাস্তব জীবন এর ঘটে যাওয়া ঘটনা থেকে গল্প তৈরী করি। বড় নাটক এর পাশাপাশি সিডি ভিশন ছোট ও শর্ট ফিল্ম ও প্রযোজনা করছে। এখানে নতুন শিল্পীদের বেশি প্রাধান্য দেয়া হবে বলে ঘোষণা করেছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিডি২৯ মাল্টিমিডিয়ায় প্রকাশ পেলো ‘মাওলা’
সাইফুল আলম চৌধুরীর পরিচালনায় ‘প্রেমের মহল’
মোশারফ করিমের পর ‘হুব্বা’ নিয়ে বিভান বাদল
নিপুন রাজের নতুন বছরের ধামাকা ‘হ্যাপি নিউ ইয়ার’
প্রকাশ পাবে প্রেম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ‘হোস্টেল’
আগামীকাল প্রকাশ পাচ্ছে নিপুন রাজ ও স্নিগ্ধার মাটির পরী

আরও খবর