Header Border

ঢাকা, রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ ইং | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২.৪৫°সে

আবারও এফডিসিতে শুরু হচ্ছে ‘রিভেঞ্জ’

চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটি হয়ে অভিনয় করছেন প্রযোজক মোহাম্মদ ইকবাল পরিচালিত প্রথম সিনেমা ‘রিভেঞ্জ’-এ। গত ১২ জুন বিএফডিসিতে শুরু হয় সিনেমাটির প্রথম লটের শুটিং। বেশ কয়েকদিন শুটিংয়ের পর বন্ধ থাকে এর দৃশ্য ধারনের কাজ।

নতুন খবর হচ্ছে- আগামী ৪ অক্টোবর আবারও বিএফডিসিতে শুরু হচ্ছে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং।

এ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘আগামী ৪ অক্টোবর থেকে এফডিসি দিয়ে শুরু হচ্ছে অ্যাকশনধর্মী ‘রিভেঞ্জ’ সিনেমার দ্বিতীয় লটের শুটিং। আশা করি, এই লটেই ক্যামেরা ক্লোজ করতে পারব।’

এর আগে, রোশান-বুবলীর সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পায়। যেখানে ব্যতিক্রমী লুকে হাজির হন তারা। ফার্স্ট লুকে ভয়ংকর রূপে দেখা গেছে রোশানকে। তার হাতে ছিল কুড়াল। সারা শরীরে রক্ত ও মুখে কাটার দাগ।

আর বুবলীকে দেখা গেছে ভরপুর অ্যাকশনের লুকে। সারা শরীরে রক্ত ও মুখে কাটার দাগ। পুলিশের পোশাকে হাতে ছিল বন্দুক। ইকবাল পুত্র সুনানকেও পোস্টারে প্রতিবাদী চরিত্রে দেখা যায়।

এতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, ইকবাল পুত্র সুনান, এল আর খান সীমান্ত, শশী আফরোজা প্রমুখ।

সুনান মুভিজ নিবেদিত অনুরাগ ট্রেডার্স প্রযোজিত সিনেমাটি চলতি বছরই মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দরিদ্র মেয়ের সংগ্রামের গল্পে ইরা শিকদার
শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয়, তা ভুয়া: ইকবাল
প্রয়াত শিল্পীদের স্মরণে শিল্পী সমিতির আয়োজন
অপু-জয় সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীড়
বিগ সিটি এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে নতুন সিনেমা
৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাংলাদেশি ইংরেজি ছবি ‘ডট’

আরও খবর