ঢাকা চলচ্চিত্র পাড়ার জনপ্রিয় মুখ প্রযোজক ও পরিচালক মোঃ ইকবাল করোনা ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধায় পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বর্তমানে মহাখালীর একটি হাসপাতালে ভর্তি আছেন। মোঃ ইকবাল সবার কাছে নিজের এবং পরিবারের সদস্যদের জন্যে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, মোহাম্মদ ইকবাল ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘শুটার’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’সহ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন। পাশাপাশি তিনি শাকিব খানের মালিকানাধীন প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের সহ-প্রযোজক হিসেবেও কাজ করেন। তার প্রযোজনা সংস্থা সুনান মুভিজ। এছাড়া মোঃ ইকবাল তার পরিচালনায় রিভেঞ্জ নামের একটি সিনেমা শিঘ্রই শেষ করবেন। এরই মধ্যে ছবিটির ৮০% কাজ শেষ করেছেন।