ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ আবারও ‘মহানগর’-খ্যাত রুকাইয়া জাহান চমক এর সাথে জুটি বেঁধে ‘যে কথা হয়নি বলা’ নামে নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন। বাবু সিদ্দিকীর গল্প ভাবনা ও পরিচালনায় নাটকটি সম্প্রতি শেষ হয়েছে।
গল্পে দেখা যাবে, আশিকুর রহমান ও দিপা একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ডাক্তারি পড়ার স্বপ্ন নিয়ে দিপার পথ চল। টিউশনির টাকা দিয়ে নিজের পড়ার খরচ এবং সংসারের খরচ চালান দিপা। খুব কষ্টে দিয়ে দিন কাটে দিপা ও তার মায়ের। আবির শিক্ষিত যুবক। মিডিয়াম ফ্যামিলিতে বড় হয়েছে। আপন বলতে ঢাকা শহরে তার কেউ নেই। দিপা আবিরের দূর সম্পর্কের খালাতো বোন হয়। দিপার সাথে আবিরের অত্যান্ত ভালো সম্পর্ক। দিপাদের পরিবারের যে কোনো সমস্যায় আবির এগিয়ে আসে। বাজার করে দেয়া, কখনো কখনো বাহির থেকে ভালো খাবার কিনে এনে খাওয়ানো। এমন অনেক কাজ করে এবং সব সময় দিপাদের পাশে থাকতে পছন্দ করে আবির। এই ভাবে এগিয়ে যায় ‘যে কথা হয়নি বলা’ নাটকের মুল গল্প।
ঝিঙেফুল মিডিয়ার ব্যানারে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে ইরফান সাজ্জাদ ও চমক ছাড়া আরো অভিনয় করেছেন, সাখাওয়াত সাগর, ডা: সাকলায়েন রাসেল, রকি খান, মহসিন পলাশ।
নির্মাতা জানান, শিঘ্রই নাটকটি কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হরে।