বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো এখানেও প্রতিবছর যথাযথ মর্যাদায় পালিত হয় মহান বিজয় দিবস।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে মহান বিজয় দিবস উপলক্ষে মধ্যপ্রহরে (১৬ ডিসেম্বর) এফডিসিতে শহীদদের স্মরণে পরিচালক সমিতির সামনে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণে অংশ নেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী পরিষদের সদস্য অঞ্জনা, সুব্রত, ফরহাদ, জয় চৌধুরী সহ অন্যান্য শিল্পীরা।
এ ছাড়াও চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও চলচ্চিত্রের অনান্য সংগঠনগুলো যথাযথ মর্যাদার সঙ্গে এ দিনটি (১৬ ডিসেম্বর) সকাল থেকে পালন করার পরিকল্পনা আছে বলে জানা যায়।