Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

রূপসজ্জা শিল্পী মাসুদ খানের ‘মাসুদ খান বিউটিজোন ঢাকা’

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মেকআপ আর্টিস্ট মাসুদ খান। গত ২০ ডিসেম্বর রাজধানী ধানমন্ডিতে এক জমকালো আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করলো “মাসুদ খান বিউটিজোন ঢাকা৷ ” শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল;কোরিওগ্রাফার এবং ট্রেইনার বুলবুল টুম্পা; উপস্থাপক ; অভিনেত্রী এবং নৃত্যশিল্পী বারিশ হক; লাক্স তারকা সারাকা মজুমদার সহ আরও অনেকে। এ প্রসঙ্গে কোরিওগ্রাফার বুলবুল টুম্পা জানান; মাসুদ খান মেকওভার এ বেশ পারদর্শী। তার প্রতিটি কাজ বেশ নিঁখুজ। যে কেউ নিজেদের সাজসজ্জার জন্য তার মেকওভারে আসতে পারেন। বিশেষ করে ব্রাইডাল সাজের জন্য ভীষণ ভালো মেকওভার করে মাসুদ৷ তার জন্য শুভ কামনা।” মাসুদ খান বিউটি জোন ” ঢাকা’র কর্ণধার মাসুদ খান জানান; দীর্ঘ বছর মেকওভার পেশার সাথে নিয়োজিত আছি। সকলের সহযোগিতা ও ভালোবাসায় এগিয়ে যাওয়া যাচ্ছি। আগামীতে আরও ভালো কিছু করতে চাই। এছাড়া আমার অনুষ্ঠানে আমাকে ভালোবেসে যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা আপুকে। তিনি সব সময় ছোট ভাই হিসেবে আমাকে স্নেহ করেন…আমাকে সাপোর্ট দিয়েছেন। এছাড়াও সকলকে অশেষ ধন্যবাদ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈশ্বরদী গ্রীণসিটিতে ফ্যাশন ব্রান্ড বিটুর আউটলেট উদ্বোধন
ভাসাবীর প্রতিষ্ঠাবার্ষিকীতে তারারমেলা
তরুণ উদ্যোক্তা মো: ইমাম হোসেন রনির সাফল্য
গোলাপ কুঁড়ি যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে চাইনিজ রান্না ও বিউটিফিকেশন কোর্স
ঢাকা ললিতকলা একাডেমি পুরস্কার পেলেন ডন
ডিজিটাল মার্কেটিং এ একধাপ এগিয়ে ‘ইউনিক টেক বিডি’

আরও খবর