Header Border

ঢাকা, রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ ইং | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২.৪৫°সে

ভালোবাসা দিবসে আসছে ফাহিম-ফারিনের ‘ভালোবাসা দিও’

এই সময়ের গায়কদের মধ্যে বেশ পরিচিত নাম ফাহিম ইসলাম। ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও ২টি একক অ্যালবাম প্রকাশ করেন তিনি। এছাড়া গত ৮ বছরে প্রায় ১৫টি সিঙ্গেল গান প্রকাশ করেও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক।

সম্প্রতি টাঙ্গাইলে গানচিত্রটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। রাশেদ মজুমদারের নির্দেশনায় ভিডিওতে ফাহিমের সঙ্গে মডেল হয়েছেন ফারিন খান। এবারই প্রথম ফাহিমের সঙ্গে জুটি বাঁধলেন

গানটি প্রসঙ্গে ফাহিম বলেন, ‘প্রায় এক বছর পর নতুন গান নিয়ে আসছি। এটি সম্পূর্ণ ভালোবাসার গান। আর তাই ভিডিওটিও সাজানো হয়েছে সেভাবে। দুজন প্রেমিক-প্রেমিকার রোমান্টিক সব মুহূর্তের দৃশ্য দেখানো হয়েছে এতে। আমার সঙ্গে ফারিনের রসায়নটাও দারুণ জমেছে। আশাকরি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

তিনি আরও জানান, আসছে ভালোবাসা দিবসে প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিক থেকে ‘ভালোবাসা নিও’ প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শশুরের তিন জামাই ; হাসির মোড়কে সামাজিক বাস্তবতা
‘প্রিয়জন’ এর নতুন কমিটি ঘোষণা
একুশে টিভির সঞ্চালনা থেকে সমৃদ্ধি তাবাসসুম’কে অব্যাহতি
আজ নির্মাতা বাপ্পি খানের জন্মদিন
প্রশংসা কুড়াচ্ছে সাজু’র ‘মৃত্যুদূত’
বিটিভিতে ফ্যাসিবাদের বিদায় শীর্ষক বিশেষ টক শো

আরও খবর