Header Border

ঢাকা, রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৯.৯৬°সে

প্রসাধনী পন্যের শো-রুম উদ্ধোধন করেন অপু বিশ্বাস

প্রসাধনী পন্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরই মধ্যে ‘কাশ্মীরি বিউটি বাই জিনিয়া’ নামের প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হন তিনি।এবার রাজধানীর বসুন্ধরা সিটিতে প্রতিষ্ঠানের একটি শো-রুম উদ্ধোধন করেন অপু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও জিনিয়াত জাহান।
অপু বিশ্বাস বলেন, ‘আমি ‘কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত’র পন্য ব্যবহার করে দেখেছি।আমার কাছে বেশ ভালো মনে হয়েছে।এই পন্যের একটি বড় গুণ হচ্ছে অধিকাংশ পন্য বাহ্যিক ব্যবহারের পাশাপাশি খেতেও পারবেন।তাতে করে দুইভাবেই কাজ করবে।বিষয়টি আমার কাছে ভালো লাগছে।’
জিনিয়াত বলেন, ‘আমাদের হারবাল প্রসাধনীতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই।এখন আবার হার্বাল প্রসাধনীর প্রতি ঝুঁকছেন মানুষ। আমাদের পন্য দুইভাবে ব্যবহার করা যায়।বাহ্যিক ব্যবহারের পাশাপাশি খাওয়া যাবে।যমুনা ফিউচার পার্কে আামাদের শো-রুম আছে। এবার বসুন্ধরায় চালু করলাম।এছাড়া অনলাইনে দেশের যেকোনো প্রান্ত থেকে কিনতে পারবেন।’
ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গতবছরে মুক্তি পায়। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ।এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ।দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।তা ছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস।সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দরদ একটি ব্যতিক্রমী চলচ্চিত্র : ইমরুল শাহেদ
সাধারণ গ্রেডিংয়ে সার্টিফিকেট প্রাপ্ত চলচ্চিত্র ভয়াল
২৯শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’
বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পেলো দরদ
ট্র‍্যাপের পর মুক্তি পাচ্ছে দ্বীন ইসলামের চরিত্র
ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার

আরও খবর