Header Border

ঢাকা, সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৭.৯৬°সে

সবসময় শিল্পীদের পাশে থাকতে চাই : জামিল

২৮ জানুয়ারি (শুক্রবার) টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। নির্বাচনে প্রার্থী হয়েছেন একঝাঁক শিল্পী। এবার নেই কোনো প্যানেল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১ জন বিজয়ী হয়ে নতুন কমিটি গড়বেন সংগঠনটির ভবিষ্যতের জন্য। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নাট্যপাড়া মেতেছে তাই ভোট উৎসবে। শিল্পীরা এক হলেই চলছে ভোটের গল্প। চায়ের চুমুকে ভোটের আলাপ জমে উঠেছে। এবার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি নির্বাচনী প্রচারণায়।

জামিল বলেন, এবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে কোনো প্যানেল নাই। এই জন্য কোনো দলাদলি নাই। মনে হচ্ছে যেন উৎসব চলছে। একটা আনন্দের মধ্যে রয়েছি। কোনো চাপ মনে হচ্ছে না। যেখানেই যাচ্ছি ভোটের আমেজ। ভোটারদের কাছে ভোট চাইছি। অন্যদিকে এক প্রার্থী অন্য প্রার্থীর থেকেও ভোট চাইছি। এক কথায় অসাধারণ। আমি সবসময় শিল্পীদের পাশে থাকতে চাই। সুখে-দুঃখে সবসময়। তাদের জন্য নির্বাচনে এসেছি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি হিরা, সাধারণ সম্পাদক সাগর
শিল্পকলায় উদীচী’র নাটক “রাজনৈতিক হত্যা”
ঈদের ৭ পর্বের নাটক ‘ভাই খুব সেনসেটিভ’
আসছে নতুন ধারাবাহিক ‘হাফ মেন্টাল পাড়া’
শনিবার থেকে একুশে টিভিতে মহসিন রনি’র ‘নাট বল্টু’
শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই: মিলন

আরও খবর