Header Border

ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২১.৯৬°সে

মাথায় গুলি আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর

মাথায় গুলি আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর

ফেসবুক লাইভে এসে পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন। রাজধানীর ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, মহসিন ধানমন্ডির বাসায় একাই থাকতেন। আজ রাত সোয়া ৯টার দিলে নিজের পিস্তল দিয়ে তিনি নিজের মাথায় গুলি করেছে।

মৃত্যুর আগে মহসিন বলেন, আমরা সবকিছু করি সন্তান ও পরিবারের জন্য। ভেবে দেখেন, আপনি যদি ১০০ টাকা ইনকাম করেন সেখান থেকে নিজের জন্য ২০ টাকাও ব্যয় করেন না। পৃথিবীতে আপনি আপনার। ছেলে বলেন, মেয়ে বলেন কেউ কারও না।

গত করোনা শুরুর আগে থেকে আমি বাংলাদেশে আছি। একা থাকা যে কী কষ্ট, যারা একা থাকে একমাত্র তারাই এটা বোঝে। পৃথিবীর প্রতি, মানুষের প্রতি আমার আর কোনো মায়া কাজ করে না। যাদের ভালোর জন্য আমি করেছি, তাদের সবার কাছেই আমি প্রতারিত হয়েছি। মানুষ অন্যের টাকা কেন ছলচাতুরি করে নিয়ে যায়? আমি তো কারও টাকা নিইনি। পারলে মানুষের ওপকার করেছি, না পারলে আশপাশে যাইনি।

পরিবারের উদ্দেশে তিনি বলেন, আমার মৃত্যুর পর আমাকে মোহাম্মদপুর বেড়িবাঁধ কবরস্থানে দাফন করবে। আমার নিজের বানানো কবরস্থানে দাফন করার প্রয়োজন নেই।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অনিক বিশ্বাস’র ‘খোদা হাফেজ’ সিনেমার পোস্টার প্রকাশ
নৌকায় ঠাঁই পায়নি যেসব শোবিজ তারকা
আগামী ১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মেঘনা কন্যা’
আগামী ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে যন্ত্রণা
আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘শেষ বাজি’
সাপের কামরে আহত ওমর সানী

আরও খবর