Header Border

ঢাকা, বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ ইং | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৪.৯৬°সে

মাথায় গুলি আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর

মাথায় গুলি আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর

ফেসবুক লাইভে এসে পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন। রাজধানীর ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, মহসিন ধানমন্ডির বাসায় একাই থাকতেন। আজ রাত সোয়া ৯টার দিলে নিজের পিস্তল দিয়ে তিনি নিজের মাথায় গুলি করেছে।

মৃত্যুর আগে মহসিন বলেন, আমরা সবকিছু করি সন্তান ও পরিবারের জন্য। ভেবে দেখেন, আপনি যদি ১০০ টাকা ইনকাম করেন সেখান থেকে নিজের জন্য ২০ টাকাও ব্যয় করেন না। পৃথিবীতে আপনি আপনার। ছেলে বলেন, মেয়ে বলেন কেউ কারও না।

গত করোনা শুরুর আগে থেকে আমি বাংলাদেশে আছি। একা থাকা যে কী কষ্ট, যারা একা থাকে একমাত্র তারাই এটা বোঝে। পৃথিবীর প্রতি, মানুষের প্রতি আমার আর কোনো মায়া কাজ করে না। যাদের ভালোর জন্য আমি করেছি, তাদের সবার কাছেই আমি প্রতারিত হয়েছি। মানুষ অন্যের টাকা কেন ছলচাতুরি করে নিয়ে যায়? আমি তো কারও টাকা নিইনি। পারলে মানুষের ওপকার করেছি, না পারলে আশপাশে যাইনি।

পরিবারের উদ্দেশে তিনি বলেন, আমার মৃত্যুর পর আমাকে মোহাম্মদপুর বেড়িবাঁধ কবরস্থানে দাফন করবে। আমার নিজের বানানো কবরস্থানে দাফন করার প্রয়োজন নেই।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ট্র‍্যাপের পর মুক্তি পাচ্ছে দ্বীন ইসলামের চরিত্র
ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি
ফিল্ম ক্লাব ঢেলে সাজাতে চান সামসুল আলম-ইকবাল
চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু

আরও খবর