Header Border

ঢাকা, রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ ইং | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২.৪৫°সে

ছোটপর্দার পর বড়পর্দায় নাম লিখিয়েছেন অপ্সরা

নতুন দিনের মডেল ও অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা। ছোটপর্দায় অসংখ্য নাটকে কাজ করছেন তিনি। সেই সাথে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের পন্যে মডেল হিসেবেও কাজ করছেন। সম্প্রতি কাজের স্বীকৃতি হিসেবে মুক্তির যুদ্ধের নাটকে অভিনয়ের জন্য পেয়েছেন বাবিসাস এ্যাওয়ার্ড।

তবে এবার এই অভিনেত্রী ছোট পর্দার গন্ডি পেড়িয়ে নাম লিখিয়েছেন বড় পর্দায়। গত ৩০ জানুয়ারী ছিলো এই অভিনেত্রীর জন্মদিন, শুভদিনে রূপালী জগতে তথা চলচ্চিত্রে নাম লিখিয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষে রাজধানীর একিটি অভিজাত রেস্তোরায় জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন মিডিয়াঙ্গনের ব্যক্তিত্বদের সাথে।

সেদিনই ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের ঘোষণা দেন নাসিম সাহনিক। এই সিনেমাটিতে অপ্সরাকে দেখা যাবে বিশেষ চরিত্রে। আর এই শুভক্ষণে নির্মাতা নাসিম সাহনিক সহ আরো উপস্থিত ছিলেন প্রযোজক মামুনুর ইসলাম, এফ এম সাঈদ, অভিনেত্রী সুবর্ণা সাঈদ, অনুপমা জান্নাতসহ চলচ্চিত্রটির কলাকুশলীরা।

এ ব্যপারে অভিনেত্রী অপ্সরা বলেন, ‘নাসিম সাহনিক ভাইয়ের কাজ বরাবরই আমার ভালো লাগে। তার নির্মিত চলচ্চিত্র গোয়েন্দাগিরি দেখে ভীষণ মুগ্ধ হই। তখন থেকেই ইচ্ছা ছিল ভাইয়ার সঙ্গে কাজ করব। তাঁর নতুন সিনেমায় সুযোগ পেয়ে ভালো লাগছে।’

নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম নতুন সিনেমার কাজ শুরু করার। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় মজার একটি চরিত্রে অভিনয় করছেন অপ্সরা। সে প্রতিভাবান অভিনেত্রী। আশা রাখি সুন্দরভাবে সে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দরিদ্র মেয়ের সংগ্রামের গল্পে ইরা শিকদার
শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয়, তা ভুয়া: ইকবাল
প্রয়াত শিল্পীদের স্মরণে শিল্পী সমিতির আয়োজন
অপু-জয় সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীড়
বিগ সিটি এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে নতুন সিনেমা
৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাংলাদেশি ইংরেজি ছবি ‘ডট’

আরও খবর