Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৯৬°সে

রিক্তা ও সাব্বিরের ‘একজন কবি আব্দুর রাজ্জাক’

গল্পে, একজন কবি কবিতা লিখেন তার আবেগ, অনুভূতি দিয়ে। প্রতিটি শব্দে, প্রতিটি বর্ণে কবি হৃদয় থেকে বেরিয়ে আসে তার হৃদয়ে লালিত প্রেম, ভালোবাসা, দেশপ্রেম, সামাজ ও রাষ্ট্রের কল্যাণ। কবি স্বপ্ন দেখেন তার লেখা একটি বই প্রকাশিত হবে, তার হৃদয়ের অনুভূতিগুলো ছড়িয়ে পড়বে বিশ্বময়।

কবি আব্দুর রাজ্জাকও স্বপ্ন দেখেন তার লেখা বই ছড়িয়ে পড়বে বিশ্বময়, তার সাক্ষাতকার মানুষ দেখবে টেলিভিশনের পর্দায় কিন্তু কবি আব্দুর রাজ্জাকের স্বপ্ন পূরণ হবে কিন্তু দূর্ভাগ্যজনকভাবে কবি আব্দুর রাজ্জাকের স্বপ্ন ভেংগে যায়। একজন কবির প্রত্যাশা ও প্রাপ্তির, স্বপ্ন ও স্বপ্ন ভংগের হৃদয়স্পর্শী ঘটনা নিয়ে লেখা জনপ্রিয় কথাসাহিত্যিক জিল্লুর রহমানের ছোটগল্প অবলম্বনে তৈরি নাটক, একজন কবি আব্দুর রাজ্জাক।

নাটকটি পরিচালনা করেন তরুন প্রজন্মের নাট্য নির্মাতা এস আই সোহেল। নাটকটি ।চিত্রনাট্য করেছেন অনুপ বালা ও।চিত্রগ্রহন করেছেন জয় আকাশ।
নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু,ফারজানা রিক্তা,শেলী আহসান,আমিন আজাদ,সাব্বির আহমেদ,দিয়া মনি,নিথর মাহবুব সহ অনেকে।

জানাগেছে, শিঘ্রই নাটকটি একটি টেলিভিশনে প্রচারিত হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি
ফিল্ম ক্লাব ঢেলে সাজাতে চান সামসুল আলম-ইকবাল
চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু
সমঝোতায় আসলেন সাইমন এবং বড়দা মিঠু

আরও খবর