Header Border

ঢাকা, শুক্রবার, ১৪ই জুন, ২০২৪ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৬.৯৬°সে

শান্ত খান – শ্রাবন্তী’র ‘বিক্ষোভ’ সিনেমার ট্রেলার প্রকাশ

শামীম আহমেদ রনির পরিচালনায় নির্মিত হয়েছে সিনেমা ‘বিক্ষোভ’। নিরাপদ সড়ক চাই আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ছবিটি। সম্প্রতি সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আসছে ১০ জুন সারা দেশে সিনেমাটি একযোগে মুক্তি দেওয়া হবে।

এদিকে ২৭ মে সন্ধ্যা ৭টায় মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ট্রেলারটিতে সিনেমার প্রতিটি চরিত্র ছিল নজরকাড়া। শান্ত খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী নজরে কেড়েছেন সবার। যা সিনেমাটির ব্যাপারে উত্তেজনার পারদ, যেন বাড়িয়ে দিয়েছে আরও কয়েকগুণ। ট্রেলারটি সামনে আসার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল। ট্রেলার দেখার পর উত্তেজনা চেপে রাখতে পারেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ‘বিক্ষোভ’-এর অকুণ্ঠ প্রশংসায় মেতেছেন দর্শকেরা।

২০১৯ সালে এ সিনেমার কাজ শুরু হয়েছিল। ২০২১ সালে এসে প্রকাশ পায় এর টিজার ও গান। আর তাতে ফুটে উঠেছিলো নিরাপদ সড়কের কথা।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শান্ত খান ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। শান্ত-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন টালিউড অভিনেতা রজতাভ দত্ত, রাহুল দেবসহ কলকাতার আরও কয়েকজন শিল্পী।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি
ফিল্ম ক্লাব ঢেলে সাজাতে চান সামসুল আলম-ইকবাল
চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু
সমঝোতায় আসলেন সাইমন এবং বড়দা মিঠু

আরও খবর