Header Border

ঢাকা, বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৪.৫°সে

কাতারে ‘কথা দিলাম’ সিনেমার প্রচারণা

বাংলা চলচ্চিত্র পরিচালক রাকিবুল আলম রাকিব নির্মাণ করেন চলচ্চিত্র ‘কথা দিলাম’। জসিম উদ্দিন আকাশের প্রযোজনায় ও কাহিনীকার।

আগামী ২৭ জানুয়ারি ‘কথা দিলাম’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে এর নির্মাতা সূত্রে জানা যায়। কাতার প্রবাসী ব্যবসায়ী ও গীতিকার জসীম উদ্দিন আকাশের বিডি২৯ মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমার মুক্তিকে সামনে রেখে কাতারের রাজধানী দোহায় আনুষ্ঠানিক প্রচারণা চলছে।

দোহা আল মারকিয়ায় ‘কথা দিলাম’র লোগোযুক্ত টি-শার্ট গায়ে জড়িয়ে প্রচারণা উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে প্রচারণা উদ্বোধন করেন কাতার সফরত জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিম উল্লাহ খোকন, দুই বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী আকাশ সেন, বিডি২৯ মাল্টিমিডিয়ার কর্ণধার জসীম উদ্দিন আকাশ, বিডি২৯ মাল্টিমিডিয়ার ব্রান্ডিং ম্যানেজার আনোয়ার হোসেন মামুন,কণ্ঠশিল্পী ইসরাক আলিম আপনসহ অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন কাতারের রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও কাতারে কর্মরত প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীরা।

‘কথা দিলাম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন সাবরিনা কেয়া, জামশেদ শামীম, সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, আন্জুমান শিরীন, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, এস রাহুল, তাহমিনা মনাসহ অনেকে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

১৩ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে বেলাল সানীর ‘ডেঞ্জার জোন’
৬ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় চলবে ‘দরদ’
শুক্রবার প্রেক্ষাগৃহে শওকত সজলের ‘ভয়াল’
দরদ একটি ব্যতিক্রমী চলচ্চিত্র : ইমরুল শাহেদ
সাধারণ গ্রেডিংয়ে সার্টিফিকেট প্রাপ্ত চলচ্চিত্র ভয়াল
২৯শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’

আরও খবর