Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৮শে মে, ২০২৪ ইং | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৫.৯৬°সে

ঈশ্বরদী গ্রীণসিটিতে ফ্যাশন ব্রান্ড বিটুর আউটলেট উদ্বোধন

পাবনার ঈশ্বরদীতে জনপ্রিয় ফ্যাশন হাউস বিটু’র আউটলেটের শুভ উদ্বোধন হয়েছে। ঢাকা, বরিশাল, চট্টগ্রামের পর এটি বিটুর চতুর্থ শো রুম।

শুক্রবার বিকেলে ঈশ্বরদীর নতুনহাট গ্রীনসিটিতে ফিতা কেটে শো-রুম উদ্বোধন করেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহাক আলী মালিথা।
পরে,অতিথিদের নিয়ে বিটুর সুবিশাল আউটলেট পরিদর্শন করেন বিটুর শুভেচ্ছাদূত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান, বিটুর কর্ণধার সুশ্রীতা পোদ্দার বিথী, স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার।
এ সময় অপু বিশ্বাস বলেন, ‘ বি টুর শো-রুমের পোশাক গুণগত মানে খুবই ভালো। এ কারণে অল্প সময়েই সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আশা করি ঈশ্বরদীসহ আশেপাশের এলাকায় বিটু ফ্যাশন সচেতনদের দৃষ্টি কাড়বে।
প্রতিষ্ঠানের কর্ণধার সুশ্লেষা পোদ্দার বীথি বলেন, ‘আমরা চেষ্টা করছি মানসম্পন্ন পোশাক দেশের সব জেলা ও বিভাগীয় শহরে পৌঁছে দিতে। কারণ দেশের বাইরে বা ঢাকাতে এসে অনেকেরই পোশাক কেনা সম্ভব নয়। বিটুতে ইমপোর্ট আইটেমসহ রেডিমেট—ছেলেমেয়েদের সব ধরনের পোশাক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঈদ উপলক্ষ্যে বায়োজিনে স্কিনকেয়ারে চলছে ৭৫% পর্যন্ত ছাড়!
বাইফা অ্যাওয়ার্ড পেলো তন্বী’স কিচেন
ফের বাইফা অ্যাওয়ার্ড পেলো অলিভ বাংলাদেশ
বায়োজিনের ১৫তম শাখা চালু হলো কুমিল্লায়
জমকালো আয়োজনে “ছমবূন” এর শুভ উদ্বোধন
ভাসাবীর প্রতিষ্ঠাবার্ষিকীতে তারারমেলা

আরও খবর