চার দেয়ালে বন্দি দুজন, ধূসর পরিবেশ, তাস উড়ছে, রহস্যজনক চেহারায় ধরা দিলেন চিত্রনায়ক সাইমন সাদিক, আত্মবিশ্বাসী অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু। দুজনেরই মুখ ভর্তি দাড়ি। এবং হাতে হাত রাখার ধরণ দেখে মনে হচ্ছে হয়তো দুজন পাঞ্জা লড়ছেন বা কোনো শেষ বাজি’তে রাজি হয়ে সমঝোতায় এসেছেন।
গত ১ জানুয়ারি ইংরেজি নতুন বছর ২০২৪ উপলক্ষে অন্তর্জালে এমনই মারদাঙ্গা পোস্টার প্রকাশ করেছে মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘শেষ বাজি’ টীম। যা অন্তর্জালে আসার পর নজর কাড়ছে নেটিজনদের। পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। এর আগে বিজয় দিবসে প্রকাশ হয় ‘শেষ বাজি’ চলচ্চিত্রের প্রথম পোস্টার।
রিকুয়্যার রিয়েল এস্টেটের ব্যানারে নির্মিত ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক মেহেদি হাসান। প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। আগামী জাতীয় নির্বাচনের ঠিক ১২দিন পর অর্থাৎ ১৯ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাবে ‘শেষ বাজি’। হতে পারে এটাই বছরের প্রথম ছবি।