Header Border

ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ ইং | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

সমঝোতায় আসলেন সাইমন এবং বড়দা মিঠু

চার দেয়ালে বন্দি দুজন, ধূসর পরিবেশ, তাস উড়ছে, রহস্যজনক চেহারায় ধরা দিলেন চিত্রনায়ক সাইমন সাদিক, আত্মবিশ্বাসী অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু। দুজনেরই মুখ ভর্তি দাড়ি। এবং হাতে হাত রাখার ধরণ দেখে মনে হচ্ছে হয়তো দুজন পাঞ্জা লড়ছেন বা কোনো শেষ বাজি’তে রাজি হয়ে সমঝোতায় এসেছেন।

গত ১ জানুয়ারি ইংরেজি নতুন বছর ২০২৪ উপলক্ষে অন্তর্জালে এমনই মারদাঙ্গা পোস্টার প্রকাশ করেছে মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র ‘শেষ বাজি’ টীম। যা অন্তর্জালে আসার পর নজর কাড়ছে নেটিজনদের। পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। এর আগে বিজয় দিবসে প্রকাশ হয় ‘শেষ বাজি’ চলচ্চিত্রের প্রথম পোস্টার।

রিকুয়্যার রিয়েল এস্টেটের ব্যানারে নির্মিত ‘শেষ বাজি’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক মেহেদি হাসান। প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। আগামী জাতীয় নির্বাচনের ঠিক ১২দিন পর অর্থাৎ ১৯ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাবে ‘শেষ বাজি’। হতে পারে এটাই বছরের প্রথম ছবি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ট্র‍্যাপের পর মুক্তি পাচ্ছে দ্বীন ইসলামের চরিত্র
ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি
ফিল্ম ক্লাব ঢেলে সাজাতে চান সামসুল আলম-ইকবাল
চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু

আরও খবর