Header Border

ঢাকা, রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ ইং | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৯.২৫°সে

প্রকাশ্যে এলো নীলিমার ‘তোমায় শুধু চাই বান্ধিতে’

কন্ঠশিল্পী নীলিমা নিগার সুলতানা। নিয়মিত গান করছেন। বৃহস্পতিবার প্রকাশিত হয় তার নতুন গানচিত্র ‘তোমায় শুধু চাই বান্ধিতে’। জাহাঙ্গীর মির্জার কথায় সংগীত আয়োজন করেছেন গীতিকার নিজেই। তার সঙ্গে ছিলেন টনি হিরা। গানটি গাওয়ার পাশাপাশি এতে মডেল হয়েছেন শিল্পী নিজেই। সম্পাদনায় শাজিবুজ্জামান দিপু ও রং বিন্যাস আশিকুজ্জামান অপু। গানচিত্রটি শিল্পীর ‘নীলিমার গান’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। বিভিন্ন মনোরম লোকেশনে হয় এর দৃশ্য ধারণ হয়। ভিডিও পরিচালনায় ছিলেন নীলিমা নিজেই।

নতুন গান প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘এটি একেবারে ভিন্ন ধাঁচের একটি গান। এতে অন্যরকম মাদকতা খুঁজে পেয়েছি। আশা করছি, শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না।’

লিংক সহ :

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন গানে জুটি বেঁধেছেন আকাশ সেন ও রত্না সাহা
সাংবাদিকতা থেকে সঙ্গীত জগতে রনি
আকাশ মাহমুদ ও স্বীকৃতি’র গানে প্রিয়া অনন্যা – লিটন
মামুন আফনান রুমির কথায় তানজিব সারোয়ারের ‘বন্ধু রে’
প্রকাশ পেলো সিয়াম-জেবা জান্নাতের মিউজিক ভিডিও ‘আয়োজন’
মামুন আফনান রুমির কথায় ‘তুমি আপনের আপন’

আরও খবর