Header Border

ঢাকা, শুক্রবার, ২রা জুন, ২০২৩ ইং | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪.৯৬°সে

আবারও গানে আশিক আরজু ও সানাই মাহবুব

নির্মিত হলো এ এ মাল্টিমিডিয়ার ব্যানারে আশিক আরজু’র নতুন মিউজিক ভিডিও ‘ললিপপ’। গানটির গীতিকার সুদীপ কুমার দ্বীপ, মিউজিক ও সুরকার শামীম মাহমুদ। গানটিতে কন্ঠ দিয়েছেন মায়া মনি। সঙ্গীত পরিচালনা করেছেন শামীম আহমেদ। এতে মডেল হিসাবে আরজুর বিপরীতে কাজ করেছেন সানাই মাহবুব। মিউজিক ভিডিওটি কোরিওগ্রাফি করেছেন আসিফ ও মুন্না এবং পরিচালনা করেছেন আনোয়ার সিরাজী।

আনোয়ার সিরাজী বলেন, আমরা সুন্দর ভাবে মিউজিক ভিডিওটি ২৭ নভেম্বর রাজমোহন, নিউ মডেল টাউনের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের কাজ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুন্দর। আশা করি, মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।

মডেল আশিক আরজু বলেন, “দেশলাই” পরে সানাই মাহবুবের সাথে দ্বিতীয় কাজ এটি। আবারও দু’জনে সুন্দর একটি কাজ করলাম। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিলো। আজাদ ভাই কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। আমার বিগত গান গুলো দর্শকরা ভালো ভাবে নিয়েছিলো , এই চিন্তা ধারাতে এবারের গানটিতে ও ভিন্ন ভাবে নিজেকে উপস্থাপন করেছি। ‘ললিপপ’ মিউজিক ভিডিওটি কেমন হয়েছে তা দর্শকরা দেখলে বুঝতে পারবেন।

নির্মাতা জানালেন, গানটি শিঘ্রই প্রকাশ পাবে এ এ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা
২ জুন প্রেক্ষাগৃহে আসছে বিলাশ খানের সুলতানপুর
নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই
মুক্তি পাচ্ছে চিকন আলীর বুবুজান
শফিক হাসানের দ্য ফ্রডে নায়িকা ববি হক
জমকালো আয়োজনে ২য় ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

আরও খবর