Header Border

ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল) ২৭.৯৬°সে

প্রকাশ পেল আল মীমের ‘মন বোঝেনা’

শনিবার (৩১ডিসেম্বর) রাত ১০ টায় এম আর মাল্টিমিডিয়া বিডি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে রবিন খান ও আল মীমের নতুন মিউজিক্যাল ফিল্ম ‘মন বোঝেনা’ । গানটি গীতিকার ও সুরকার হাবিবুর রহমান । সংগীত আয়োজন করেছেন শাহীন বন্ধু। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী কনিকা রয় ও ইব্রাহিম বাবু । ডিওপিতে এমএফ সি টিম ও মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন মতিউর রহমান । গানটিতে মডেল হিসাবে ছিলেন রবিন খান, আল মীম।গানটিতে রূপসজ্জায় ছিলেন দুলাল।

মডেল ও অভিনেত্রী মীম বলেন, কণ্ঠশিল্পী কনিকা ররয় ও ইব্রাহিমের গাওয়া ‘মন বোঝেনা’ গানটি অসাধারণ।গানটি শুনেই ভালো লেগেছে তাই কাজটি করেছি।
এ প্রথমবারেরর রবিন খানের সাথে জুটি বেঁধে কাজ করেছি। গানটি নিয়ে দারুণ একটি মিউজিক ভিডিওটা নির্মান করা হয়েছে। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

মডেল ও অভিনেতা রবিন খান বলেন, মীমের সাথে প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কাজ করলাম। তাছাড়া গানটি খুবই ভালো লেগেছে সুর ও সংগীতায়োজন অসাধারণ। নির্মাতা মতিউর রহমান যত্ন নিয়েই গানটি নির্মান করেছেন মনোরম লোকেশনে। গানটি এম আর মাল্টিমিডিয়া বিডি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আশা করছি গানটি সবার ভালো লাগবে।

নির্মাতা মতিউর রহমান বলেন,‘মন বোঝেনা’ গানটি প্রকাশ্য এলো। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি দেখে ভালো লাগবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিডি২৯ মাল্টিমিডিয়ায় প্রকাশ পেলো ‘মাওলা’
সাইফুল আলম চৌধুরীর পরিচালনায় ‘প্রেমের মহল’
মোশারফ করিমের পর ‘হুব্বা’ নিয়ে বিভান বাদল
নিপুন রাজের নতুন বছরের ধামাকা ‘হ্যাপি নিউ ইয়ার’
প্রকাশ পাবে প্রেম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ‘হোস্টেল’
আগামীকাল প্রকাশ পাচ্ছে নিপুন রাজ ও স্নিগ্ধার মাটির পরী

আরও খবর