Header Border

ঢাকা, বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৪.৬৬°সে

শুক্রবার প্রেক্ষাগৃহে শওকত সজলের ‘ভয়াল’

সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পায় ‘ভয়াল’। সেই সিনেমাটি শুক্রবার (২৯ নভেম্বর) মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন শওকত সজল। সিনেমাটিতে কামাল চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করেছি। কামাল সমাজের একজন খারাপ লোক। চোরাকারবারী, নারী লোভী ও একজন অসৎ লোক। কমেডি ধাসের চরিত্র বলতে পারেন। দর্শকের ভালো লাগার মতো এই চরিত্রটি। যখন কাজটির প্রস্তাব পাই তখন ওয়েব ফিল্ম নির্মাণের পরিকল্পনা ছিল নির্মাতার। তাকে বলেছিলাম গল্পটি ভালো। এটি সিনেমা হতে পারে। শুরুতে প্রযোজক রাজি না হলেও পরবর্তীতে রাজি হয়। সিনেমাটি নিয়ে আমরা অনেক আশাবাদী।’

সিনেক্রাফট ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত ‘ভয়াল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তরুণ প্রযোজক আশিকুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আইশা খান, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবাল প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

১৩ই ডিসেম্বর মুক্তি পাচ্ছে বেলাল সানীর ‘ডেঞ্জার জোন’
৬ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় চলবে ‘দরদ’
দরদ একটি ব্যতিক্রমী চলচ্চিত্র : ইমরুল শাহেদ
সাধারণ গ্রেডিংয়ে সার্টিফিকেট প্রাপ্ত চলচ্চিত্র ভয়াল
২৯শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’
বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পেলো দরদ

আরও খবর