Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

এমরান হোসেন থেকে ইমরান হা-সো হওয়ার গল্প

তরুণ অভিনেতা এমরান হোসেন মিডিয়ায় ডাক নাম ইমরান হাসো। ২০১৫ সালে এনটিভিতে হা-শো রিয়েলিটি শো দিয়েই মিডিয়ায় পা রাখেন। ২০১৭ সালে শেষ দিকে পরিচালক গাজী জাহাঙ্গীরের প্রেমের বাঁধন সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা তার।

তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নায়ক। এরপর প্রেম চোর মুক্তি পায়। দেখতে দেখতে ১৬ টি সিনেমায় অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে শান নামে একটি ছবি।
তবে এতো কাজের ভিড়ে বর্ডার নিয়ে ভীষণ আশাবাদী এই তরুণ অভিনেতা। ইমরান বলেন, ছবিটি আমাকে নতুনভাবে কাজ করার সাহস যুগিয়েছে এবং দেখে শুনে কাজ করার মনমানসিকতা তৈরি করে দিয়েছে তা হলো আমার প্রিয় পরিচালক সৈকত নাসির ভাইয়ের বর্ডার।

তিনি আরও বলেন, আমাকে তিনি একেবারে আলাদাভাবে উপস্থাপন করেন। বর্ডার সিনেমায় দেখা যাবে আমাকে কিলার চরিত্রে। আমি পরিচালকের প্রতি কৃতজ্ঞ। তিনি এতো সুন্দর একটি চরিত্রে আমাকে সুযোগ দিয়েছেন।
সিনেমার প্রধান চরিত্রে আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, সাঞ্জু জন, অধরা খান, মৌমিতা মৌসহ অনেকেই। এছাড়া ছোট পর্দায় ১৩০ টির মতো নাটকে অভিনয় করেছেন ইমরান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিবাহিত জীবনের ১২ বছর পূর্ণ করলেন অনন্ত-বর্ষা
চলচ্চিত্রের গানে প্রথমবার রুবেল খন্দকার
কিলহিম- ২ সিনেমার সাথে যুক্ত হলেন শাহ্ আলম
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রথম দিন মুন্নার ‘ভাগ্য’
আজ দেশব্যাপি মুক্তি পেলো ফুলজান
গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা

আরও খবর