জনপ্রিয় কোরিওগ্রাফার ও অভিনেতা গৌতম সাহা। ফ্যাশন কোরিওগ্রাফির পাশাপাশি নাটক, সিনেমায় সমানতালে কাজ করছেন। দেশের পাশাপাশি ওপার বাংলায় বেশকিছু কাজ করেছেন তিনি। এরই মধ্যে তার হাতে উঠেছে একাধিক পুরস্কার। আজ গৌতম সাহার জন্মদিন। জীবনের বিশেষ দিনটি তার ঘরোয়া ভাবে কাটবে বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে গৌতম সাহা বলেন, আসলে জন্মদিন ঘিরে কখনোই আমার পরিকল্পনা থাকে না। এই দিনটি পরিবারকে সময় দেই। বছরজুড়ে কাজ থাকার কারণে সেভাবে পরিবারকে সময় দিতে পারি না। তাই জন্মদিনে কাজ না রাখার চেষ্টা করি। এবারও ঘরোয়া ভাবে কাটবে। এদিন কাছের মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি।
গৌতম সাহার কোরিওগ্রাফিতে মিশা সওদাগর, অপু বিশ্বাস, জায়েদ খান, প্রার্থনা ফারদিন দীঘি, বারিশা হক, শবনম ইয়াসমিন বুবলী, বিদ্যা সিনহা মিম, ফারিয়া শাহরিন, পলাশসহ দেশের জনপ্রিয় তারকারা ফটোশুট করেছেন।