Header Border

ঢাকা, রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ ইং | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৯.২৫°সে

একুশে টিভির সঞ্চালনা থেকে সমৃদ্ধি তাবাসসুম’কে অব্যাহতি

একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘আয়না’ এর সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সমৃদ্ধি তাবাসসুম। সম্প্রতি এই অনুষ্ঠানটির একটি পর্বে অতিথি ছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপিকা সমৃদ্ধি পিয়াকে প্রশ্ন করেন “কোন ধরনের প্রশ্নে আপনি বিব্রত বোধ করেন?” জবাবে পিয়া বলেন, “বিব্রতকর প্রশ্নের প্রচলন শুরু করেছিলেন আসলে জয় ভাই (শাহরিয়ার নাজিম জয়)। এখন এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে।”

অনুষ্ঠানটির এই অংশটি সম্প্রচারের পর একুশে টেলিভিশনের অফিসিয়াল পেইজে ক্লিপটি পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয় এবং দর্শক-তারকাদের প্রশংসায় ভাসেন পিয়া জান্নাতুল।

তবে বিষয়টি নিয়ে অসন্তুষ্ট হন অনুষ্ঠানের উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসসুম। অভিযোগ রয়েছে, তিনি অনুষ্ঠানের প্রযোজকের সঙ্গে যোগাযোগ না পেয়ে সহকারী প্রযোজককে ফোনে ক্লিপটি সরানোর অনুরোধ জানান। সহকারী প্রযোজক তখন মূল প্রযোজকের সঙ্গে পরামর্শের জন্য দুই ঘণ্টা সময় চান। কিন্তু সমৃদ্ধি অপেক্ষা না করে একুশে টেলিভিশনের ডিজিটাল বিভাগের সাবেক এক কর্মকর্তার মাধ্যমে কনফারেন্স কলে নতুন নিয়োগপ্রাপ্ত এক আপলোডারকে জোরপূর্বক ভিডিওটি মুছে ফেলতে নির্দেশ দেন।

এই ঘটনাকে প্রতিষ্ঠানটি অপেশাদার আচরণ ও প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গ হিসেবে চিহ্নিত করে। যদিও একুশে টেলিভিশন কর্তৃপক্ষ চাইলেই এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে পারত, তারা সমৃদ্ধির ভবিষ্যতের কথা বিবেচনা করে তা থেকে বিরত থাকে।

পরবর্তীতে ভিডিওটি ডিলিট করার ঘটনায় সংশ্লিষ্ট আপলোডারকে চাকরিচ্যুত করা হয় এবং সমৃদ্ধি তাবাসসুমকেও ‘আয়না’ অনুষ্ঠানের সঞ্চালনা থেকে অব্যাহতি দেওয়া হয়।

একুশে টেলিভিশন কর্তৃপক্ষ জানান, গত ২৮ আগস্ট থেকে প্রচারিত এই অনুষ্ঠানটিতে কোনো অতিথিকে অস্বস্তিকর প্রশ্ন না করার ব্যাপারে প্রযোজনা কর্তৃপক্ষ সবসময় সতর্ক ছিল। এমনকি কোনো প্রশ্ন বা উত্তর যদি পর্বে বিব্রতকর মনে হয়, তা সচেতনভাবে সম্পাদনা টিম কর্তৃক কেটে বাদ দেওয়া হতো।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শশুরের তিন জামাই ; হাসির মোড়কে সামাজিক বাস্তবতা
‘প্রিয়জন’ এর নতুন কমিটি ঘোষণা
আজ নির্মাতা বাপ্পি খানের জন্মদিন
প্রশংসা কুড়াচ্ছে সাজু’র ‘মৃত্যুদূত’
বিটিভিতে ফ্যাসিবাদের বিদায় শীর্ষক বিশেষ টক শো
অভিনয়ে সরব হচ্ছেন পড়শী রুমি

আরও খবর