Header Border

ঢাকা, রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ ইং | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৯.২৫°সে

শশুরের তিন জামাই ; হাসির মোড়কে সামাজিক বাস্তবতা

সম্প্রতি মা মহল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে পারিবারিক হাস্যরসাত্মক নাটক ‘শ্বশুরের তিন জামাই’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হেলাল উদ্দিন পারভেজ। এতে উঠে এসেছে পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম টানাপড়েন, ঈদ-আনন্দ, এবং মানুষের ভেতরের বৈচিত্র্যময় মানসিকতা।

নাটকের গল্পে দেখা যায়, ঈদের দাওয়াতের সুবাদে তিন জামাই আসে শ্বশুরবাড়িতে। তাদের মধ্যে একজন চরম কিপটে, অন্যজন নেতার মতো ভাব ধরে, আর তৃতীয়জন সবকিছু চুপচাপ মেনে নেয় যেন নির্বিকার। স্বভাবগত ভিন্নতা থেকেই তৈরি হয় মজার সব পরিস্থিতি।

এতে অভিনয়ে রয়েছেন আপন খান, অহি ইসলাম অথৈ, হেলাল উদ্দিন পারভেজ, রেবেকা রউফ, তমাল মাহমুদ ইমরান হাসো, নাবিলা চৌধুরী, রিয়া প্রমুখ।

অভিনেতা আপন খান বলেন, আমি কখনোই শুধু ক্যামেরার সামনে আসার জন্য কাজ করি না। মূল চরিত্র, সাপোর্টিং রোল, এমনকি একটি মাত্র দৃশ্য যেটাই হোক না কেন, সেটি হতে হবে গুরুত্বপূর্ণ, গল্পে বিরাট প্রভাব রাখে এমন। তেমনই একটি কাজ ‘শ্বশুরের তিন জামাই’। এই নাটকে অভিনয় করে ভালো লেগেছে। আশাকরি দর্শকদেরও ভালো লাগবে।

নাটকটি নিয়ে পরিচালক হেলাল উদ্দিন পারভেজ বলেন, শ্বশুরের তিন জামাই’ শুধুই একটি হাসির নাটক নয় এটি পারিবারিক সম্পর্ক, সামাজিক বৈষম্য ও আত্মসমঝোতার একটি সুন্দর চিত্রায়ণ।

নাটকটি দেখুন- https://youtu.be/xf_YO2DpEWQ?si=SqvA6op-GSqdLA5Q

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘প্রিয়জন’ এর নতুন কমিটি ঘোষণা
একুশে টিভির সঞ্চালনা থেকে সমৃদ্ধি তাবাসসুম’কে অব্যাহতি
আজ নির্মাতা বাপ্পি খানের জন্মদিন
সাংবাদিকতা থেকে সঙ্গীত জগতে রনি
প্রশংসা কুড়াচ্ছে সাজু’র ‘মৃত্যুদূত’
মামুন আফনান রুমির কথায় ‘তুমি আপনের আপন’

আরও খবর