Header Border

ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

শরীফ খান ও জিনিয়া জিনি’র ‘ও সাথী’

সম্প্রতি সিলেট সুনামগঞ্জ বিসম্ভপুর ও পাহাড় বিলাশ এর বিভিন্ন লোকেশনে নির্মিত হলো মডেল ও অভিনেত্রী জিনিয়া জিনি’র মিউজিক ভিডিও ‘ও সাথী’।

মো: সুয়েজ হোসেনের কথায় সুর ও সঙ্গীত আয়োজনে করেছেন সুমন বড়ুয়া।গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী শরীফ খান। গানটিতে মডেল হিসাবে কাজ করেছেন কন্ঠশিল্পী শরীফ খান ও মডেল অভিনেত্রী জিনিয়া জিনি। ‘ও সাথী’ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এম এম মোহন খান।

মডেল ও অভিনেত্রী জিনিয়া জিনি বলেন, ‘ও সাথী’ খুবি সুন্দর একটি গান যেটা শুনেই কাজটি করতে রাজী হয়ে যাই।সিলেটের সুন্দর সুন্দর লোকেশনে গানটির চিত্রায়ন করেছেন নির্মাতা এম এম মোহন খান।
পরিচালক গানটিতে ধরে ধরে করেছেন।কন্ঠশিল্পী শরীফ খানের অসাধারণ গায়কী ও তার সাথে মডেল হিসাবে আমার প্রথম কাজ।আশা করছি গানটি দর্শক ভালো ভাবে নিবে।

পরিচালক এম এম মোহন খান বলেন, ‘ও সাথী’ গানটি অনেক ভালো। মডেল হিসাবে কন্ঠশিল্পী শরীফ খান ও জিনিয়া জিনি’র রসায়নটা ভালো ছিলো। আমি কাজটি ধরে ধরে করার চেষ্টা করেছি। আশা করছি ভালো কিছু হয়ছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রকাশ পাবে প্রেম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ‘হোস্টেল’
আগামীকাল প্রকাশ পাচ্ছে নিপুন রাজ ও স্নিগ্ধার মাটির পরী
ঈদ ধামাকা সাথী খানের ‘মানুষ ভাঙ্গে মানুষের অন্তর’
সুমি শবনমের ‘ঈদ মোবারক ঈদ’
প্রকাশ পেল জসীম উদ্দিন আকাশের কথায় ‘কারে আমি বিশ্বাস করি’
আসছে নওমী খানের ‘কবে আমার হবে’

আরও খবর