Header Border

ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ ইং | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

চিশতী বাউলের গান ‘নিবো না খবর’

আজ ২৭ এপ্রিল (বুধবার) প্রকাশিত হয়েছে। ‘নিবো না খবর’ প্রকাশ পেয়েছে বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। জসিম উদ্দিন আকাশেরর কথায় এস কে শানুর সুরে ও সঙ্গীত আয়োজন করেছেন এ এইচ তূর্য।

গানটি নিয়ে গীতিকার জসীম উদ্দিন আকাশ বলেন, গানটির সুর বেশ আলাদা। এছাড়া চিশতী বাউল’র কণ্ঠ একটি আলাদা সৌন্দর্য রয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।

চিশতী বাউল বলেন, জসিম উদ্দিন আকাশের লিখনি এত ভালো। তারই ধারাবাহিকতায় এই গানটি করা। খুব দরদ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতাদের ভাল লাগবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিডি২৯ মাল্টিমিডিয়ায় প্রকাশ পেলো ‘মাওলা’
সাইফুল আলম চৌধুরীর পরিচালনায় ‘প্রেমের মহল’
মোশারফ করিমের পর ‘হুব্বা’ নিয়ে বিভান বাদল
নিপুন রাজের নতুন বছরের ধামাকা ‘হ্যাপি নিউ ইয়ার’
প্রকাশ পাবে প্রেম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ‘হোস্টেল’
আগামীকাল প্রকাশ পাচ্ছে নিপুন রাজ ও স্নিগ্ধার মাটির পরী

আরও খবর