Header Border

ঢাকা, সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

চিশতী বাউলের গান ‘নিবো না খবর’

আজ ২৭ এপ্রিল (বুধবার) প্রকাশিত হয়েছে। ‘নিবো না খবর’ প্রকাশ পেয়েছে বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। জসিম উদ্দিন আকাশেরর কথায় এস কে শানুর সুরে ও সঙ্গীত আয়োজন করেছেন এ এইচ তূর্য।

গানটি নিয়ে গীতিকার জসীম উদ্দিন আকাশ বলেন, গানটির সুর বেশ আলাদা। এছাড়া চিশতী বাউল’র কণ্ঠ একটি আলাদা সৌন্দর্য রয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।

চিশতী বাউল বলেন, জসিম উদ্দিন আকাশের লিখনি এত ভালো। তারই ধারাবাহিকতায় এই গানটি করা। খুব দরদ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতাদের ভাল লাগবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আগামীকাল প্রকাশ পাচ্ছে নিপুন রাজ ও স্নিগ্ধার মাটির পরী
ঈদ ধামাকা সাথী খানের ‘মানুষ ভাঙ্গে মানুষের অন্তর’
সুমি শবনমের ‘ঈদ মোবারক ঈদ’
প্রকাশ পেল জসীম উদ্দিন আকাশের কথায় ‘কারে আমি বিশ্বাস করি’
আসছে নওমী খানের ‘কবে আমার হবে’
মুক্তি পেল মুন্না খানের ‘অন্তর পোড়া গন্ধ’

আরও খবর