যোগ্যতা না থাকলেও অর্জন করে নিতে হয় – এমনটাই মনে করেন নবাগত মারিয়া মাইসা ।। অন্তরে স্বপ্ন পোষণ করেন মারিয়া মাইসা একজন ভালো অভিনেত্রী হবেন। শরিয়তপুরের একটি রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও তিনি আলো ঝলমলে গ্ল্যামার জগতের সঙ্গে যুক্ত হন সেই স্বপ্নেরই বাস্তবায়নের জন্য। তিনি বলেন, ‘সত্যিকার অর্থেই আমি একজন ভালো অভিনেত্রী হতে এসেছি।’ তিনি বর্তমানে চারটি ছবিতে কাজ করছেন। পরিচালক শাফিউদ্দিন শাফির ‘সিক্রেট এজেন্ট’, আকাশ আচার্য্যরে ‘পরাণে পরাণ বাঁধিয়া’, আলী আজাদের ‘বনলতা’ ও এমকে জামানের ‘কি করে বলি তোরে’। এসব ছবিতে তার নায়ক হলেন শিমুল খান, রাজন, সাইফ খান ও নয়ন। বনলতা ছবিটি শাপলা মিডিয়ার প্রস্তাবিত একশ’ ছবির উদ্যোগের আওতায় নির্মিত হচ্ছে। এই প্রযোজনা প্রতিষ্ঠানের একটি বড় বাজেটের ছবিতেও কাজ করার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি হবে কিনা সেটা তিনি জানেন না। তিনি বলেন, চিত্রজগতে প্রতিষ্ঠার জন্য লড়তে গেলে নানা ধরনের বাধাবিপত্তি আসে। সেগুলো ধৈর্য্য ধরে মোকাবেলা করা গেলে সাফল্য এক সময় আসেই। তিনি বলেন, ‘আমাকেও নানা বাধা অতিক্রম করতে হচ্ছে, স্ট্রাগল করতে হচ্ছে।’ একজন নায়িকার যোগ্যতার প্রশ্নে তিনি বলেন, ‘অনেকেরই অনেক যোগ্যতা থাকে না। সেটাকে অর্জন করতে হয়।’ তিনি বলেন, ‘চলার পথে নানা ধরনের আলোচনা-সমালোচনা হয়। এজন্য আমি কাউকে দোষ দেই না। আমি সবকিছু ইতিবাচক দিক থেকে দেখি। আমি যখন সমালোচিত হই তখন মনে করি নিশ্চয়ই আমার কোনো দোষ আছে। নইলে সমালোচিত হব কেন? নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করি।’ মারিয়া মাইসা লালামাটিয়া মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। সেখানেই ম্যানেজমেন্টে পড়াশোনা করছেন এখন। গ্ল্যামার জগতে আসার প্রস্তুতি হিসেবে তিনি প্রথমে সারোয়ার শাকিলের কাছে নাচ শিখেন এবং পরে চূড়ান্ত প্রশিক্ষণ নিয়েছেন চলচ্চিত্রের নৃত্যপরিচালক মাইকেল বাবুর কাছে। সর্বশেষ তিনি যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম বুলবুল পরিচালিত ‘রিনি কত সুন্দর’ ছবিতে।