Header Border

ঢাকা, মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৭.৯৬°সে

ঈদের একক নাটক ‘নতুন ঠিকানায়’

নির্মিত হলো ঈদের একক নাটক ‘নতুন ঠিকানায়’। নাটকটি রচনা করেছেন জায়েদ জুলহাস, পরিচালনা করেছেন শামীম রেজা জুয়েল। নাটকে অভিনয় করেছেন, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, জেরিন খান রতনা, নীলা ইসলাম, জায়েদ জুলহাস, তাহমিনা সঙ্গীতা,। চিত্রগ্রাহক রাজন রম, নির্বাহী প্রযোজক এন.এফ. আজমীর সার্বিক তত্ত্বাবধানে আফজাল কবির। নাটকটি মাছরাঙ্গা টেলিভিশনে ঈদের ৩য় দিন

রাত ৯.৫০ মিনিটে প্রচার হবে।

ইরফান সাজ্জাদ গণমাধ্যমকে বলেন, ‘এখন তো লকডাউন তাই বেশি নাটকের শুটিং করছি না। ঈদের ‘নতুন ঠিকানায়’ নাটকটি বেশ ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করেছি। নাটকটিতে পারিবারিক মূল্যবোধের গল্প আছে। আশা করি নাটকটি দর্শকদের বেশ ভালো লাগবে।

তাসনুভা তিশা বলেন, ‘গল্পটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। কভিড ১৯ এর কারনে বেশি কাজ করছি না। তার পরেও ঈদের বেশ কিছু নাটকে কাজ করছি, তবে এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি।’

নাটকটির পরিচালক বলেন, ‘ঈদকে সামনে রেখে আমি এই নাটকে একটি পারিবারিক গল্প বলার চেষ্টা করেছি। পারিবারিক ও সামাজিক চাওয়া পাওয়ার কাছে হেরে যাওয়া একজন নারির জীবনের গল্প এই নাটকটিতে তুলে ধরেছি। আশা করি দর্শকদের বেশ ভালো লাগবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তানভীরের ‘মৌনতার মন ভাঙে না
মাহফুজ ইসলামের ‘কপাল’ নাটকে আলিফ-জারা মনি
দীপান্বিতা রায় পরিচালিত নাটক ‘বিপতে পড়ে বিয়ে’
বীরাঙ্গনা মায়ের ত্যাগের গল্প ‘বাংলার মা জননী’
ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি হিরা, সাধারণ সম্পাদক সাগর
শিল্পকলায় উদীচী’র নাটক “রাজনৈতিক হত্যা”

আরও খবর