Header Border

ঢাকা, বুধবার, ৩১শে মে, ২০২৩ ইং | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৫.৯৬°সে

শফি মন্ডলের সুরে অংকনের নতুন গান

দেশের প্রখ্যাত বাউল শিল্পী শফি মন্ডল। তার সুরে আবারও নতুন একটি গান প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল পটচিত্রে! শফি ম-লের সুরে নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘চ্যানেল আই বাংলার গানের’ শিল্পী অংকন ইয়াসমিন। গানটির কথা লিখেছেন শামান সাত্ত্বিক। ‘ক্যান জাগাইয়া গেলারে বন্ধু ঘুমাইছিলাম আমি’ গানটির সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।

প্রকাশিত নতুন গানটি নিয়ে শফি মন্ডল গণমাধ্যমকে বলেন, ‘এই গানটির জন্ম মাস খানেক আগে। শামান সাত্ত্বিক তার লেখা দুটি গানের সুর করতে বলেন। এরমধ্যে একটি অংকন গেয়েছে, অন্যটি আমি নিজেই গেয়েছি। অংকনের গানটির মিউজিক করেছে এইচ আর লিটন, আর আমার গানটির মিউজিকে ছিলেন আমজাদ হোসেন।

দুটি গান করলেও গত সোমবার পটচিত্র চ্যানেলে অংকনের গাওয়া গানটি প্রকাশিত হয়েছে। গানটি নিয়ে শফি মন্ডল বলেন, ‘দুটি গানই দারুণ হয়েছে। অংকনের গাওয়া গানটি আশা করছি দর্শক হৃদয়ে জায়গা করে নিবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রকাশ পেলো ‘টাকাই বড় ধন ভাঙ্গে রক্তের বাঁধন’
জসীমউদ্দিন আকাশের ‘ভালোবেসে ভুল করিলাম
সংগীতের মধ্যে বেচে থাকতে চাই : দিভিয়া আক্তার জেসমিন
তাসনিম সাদিয়ার গোপনে গোপনে
প্রথমবার চলচ্চিত্রের গানে তানিশা খান
প্রথমবার বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন তানিশা খান

আরও খবর