Header Border

ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৭.৯৬°সে

এবার জায়েদ খানের নায়িকা শ্রাবন্তি চ্যাটার্জি

টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধছেন জায়েদ খান। যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত ‘জখম’ সিনেমায় দেখা যাবে তাদের রসায়ন। তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

পরিচালক অপূর্ব বলেন, “এই ছবিতে (জখম) অভিনয়ের জন্য শ্রাবন্তী চুক্তিবদ্ধ হয়েছেন। আমি মনে করি জায়েদ খানের সঙ্গে তার জুটি দর্শক গ্রহণ করবে। ভিন্ন এক জায়েদ খানকে দেখা যাবে এই ছবিতে। নভেম্বরের ১৪ তারিখ থেকে ‘জখম’ সিনেমাটির শুটিং শুরু হবে।”

উল্লেখ্য, প্রথমে ‘জখম’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে অপু বিশ্বাসের অভিনয়ের কথা ছিল। সিডিউল জটিলতার কারণে সিনেমা থেকে সরে যান তিনি। এদিকে এই ছবিতে টলিউডের আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও অভিনয় করবেন। সিনেমাটিতে জায়েদ খানের বড় বোনের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা
২ জুন প্রেক্ষাগৃহে আসছে বিলাশ খানের সুলতানপুর
নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই
মুক্তি পাচ্ছে চিকন আলীর বুবুজান
শফিক হাসানের দ্য ফ্রডে নায়িকা ববি হক
জমকালো আয়োজনে ২য় ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

আরও খবর