Header Border

ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

প্রথমবার বিজ্ঞাপনে জিনিয়া জিনি

নাটক ও মিউজিক ভিডিওতে দেখা যায় এ প্রজন্মের অভিনেত্রী জিনিয়া জিনিকে । এবার তাকে দেখা যাবে বিজ্ঞাপনের মডেল হিসেবে। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল’ নামের একটি তেলের বিজ্ঞাপন চিত্রের কাজ।

এই বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন তোহা মোরশেদ। ঢাকার আশেপাশে বিজ্ঞাপনটির দৃশ্যায়নের কাজ সম্পন্ন করা হয় ।

বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে জিনিয়া বলেন, অভিনেত্রী হলেও মিডিয়ার সব মাধ্যমেই কাজ করতে পছন্দ করি। বিজ্ঞাপনেও কাজ করতে আমার ভালো লাগে। করেছেন ‘তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল’এই বিজ্ঞাপনে কাজ করে খুব মজা পেয়েছি। আমি সব সময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।

এই বিজ্ঞাপনচিত্রে জিনিয়া ছাড়াও মডেল হয়েছেন তারকা জুটি ওমর সানী ও মৌসুমী এবং তাসা মনি প্রমুখ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সোলাস্তা’র ফটোশুটে গৌতম সাহা’র কোরিওগ্রাফিতে দীঘি
পুরস্কার পেলেন ফ্যাশন কোরিওগ্রফার গৌতম সাহা
বিজ্ঞাপনে প্রথমবার নায়ক কায়েস আরজু
আহামের পূজার ফটোশুটে সৈয়দ রুমা
এবার বিজ্ঞাপনে তাসনুভা শিশির
সঞ্জীব দাসের বিজ্ঞাপনে সাব্বির- সামান্তা শিমু

আরও খবর