Header Border

ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ২৮.৯৬°সে

সুমন-সানজিদা’র ‘আবার কেনো দেখা হলো’

আজ শনিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টায় একুশে টিভিতে প্রচারিত হবে মেঘনা ইলেকট্রনিক্স নিবেদিত একক নাটক ‘আবার কেনো দেখা হলো’। নিধান আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাবেদ মিন্টু।

নাটকটিতে অভিনয় করেছেন – এম,এ,সালাম সুমন, সানজিদা ইসলাম,মুশফিকুর শুভ, আনোয়ার হোসেন, শাহ আলম সিকদার প্রমুখ।

এ গল্পে দেখা যাবে – মা বাবাহীন এতিম ছেলে রিফাত।একটা রিসোর্ট এ চাকরি করে।অসহায় এতিম কিছু শিশুদের সে নিজের টাকায় লালন পালন করে।রিসোর্ট এ ঘুরতে আসে কেয়া ও তার হাসব্যান্ড। এসে রিফাত কে রিসোর্টে দেখে বিপাকে পড়ে।কারণ রিফাতের সাথে কেয়ার দীর্ঘদিন এর প্রেমের সম্পর্ক ছিলো।রিফাত জানতো কেয়া তার সাথে প্রতারণা করেছে। সে জন্য রিফাত তাকে দেখে এড়িয়ে চলে।কিন্তু হাসবেন্ড এর অগোচরে কেয়া রিফাতের সাথে কথা বলতে চায়।বলতে চায় সে কেন এমন করেছে।এবং কেয়া পরিশেষে দেখা করে।এভাবেই গল্প আগায়।আর এই দেখায় ভুল বোঝাবুঝির অবসান হলে পুরনো প্রেম আবার জেগে ওঠে,ভিতরে কষ্ট হয় রিফাতের,মধ্যে কেয়াকে না পাওয়ার আপসোস হয় এভাবে নাটকে নানান ধরনে ঘটনা ঘটতে থাকে।

অভিনেতা সালাম সুমন বলেন, নাটকের গল্পটা অসাধারণ তাই মনোযোগ সহকারে অভিনয় করার চেষ্টা করছি।পরিচালক জাবেদ মিন্টু কাজটি ধরে ধরে করাইছেন। সানজিদা ভালো অভিনয় করে।এ নাটকে দুজনের গল্পে রসায়নটা ভালো ছিলো।আশা করছি দর্শকরা নাটকটি ভালো ভাবে গ্রহন করবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বীরাঙ্গনা মায়ের ত্যাগের গল্প ‘বাংলার মা জননী’
ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি হিরা, সাধারণ সম্পাদক সাগর
শিল্পকলায় উদীচী’র নাটক “রাজনৈতিক হত্যা”
ঈদের ৭ পর্বের নাটক ‘ভাই খুব সেনসেটিভ’
আসছে নতুন ধারাবাহিক ‘হাফ মেন্টাল পাড়া’
শনিবার থেকে একুশে টিভিতে মহসিন রনি’র ‘নাট বল্টু’

আরও খবর