Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ ইং | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৪.৯৬°সে

সর্বমহলে প্রশংসিত ‘ইতি চিত্রা’

নব্বই দশকের সত্য প্রেমের গল্প নিয়ে তরুণ নির্মাতা রাইসুল ইসলাম অনিকের নতুন চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। সোমবার, ২৩ অক্টোবর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে বিভিন্ন অঙ্গনের অভিনয়শিল্পী, নির্মাতা ও সাংবাদিকদের নিয়ে বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়। সেখানে সকলে ‘ইতি চিত্রা’ সিনেমার বেশ প্রশংসা করেন। উপস্থিত ছিলেন চয়নিকা চৌধুরী , অরুণ চৌধুরী , মালেক আফসারী, একে আজাদ সেতু, সানজু জনসহ চলচ্চিত্রটিতে অভিনয় করা শিল্পীরা।

নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, তরুণ নির্মাতা হিসেবে অনিক অনেক ভালো করেছে। নতুন দুই অভিনয়শিল্পীদের নিয়ে নব্বই দশকের প্রেম-ভালোবাসা খুব সুন্দর ফুটিয়ে তুলেছে। অনেক দিন পর ভিন্ন কাজ দেখলাম।

গুণী নির্মাতা মালেক আফসারী বলেন, গল্প, গান, নতুনদের অভিনয়ে আমি মুগ্ধ। সবার জন্য আমার ভালোবাসা ও দোয়া।

সিনেমাটির প্রসঙ্গে নির্মাতা রাইসুল ইসলাম অনিক বলেন, ‘ইতি চিত্রা’ সপরিবারে দেখার মতো একটি মিষ্টি প্রেমের গল্প। আমি এবং আমার পুরো টিম চেষ্টা করেছি একটা মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করার। এ ছাড়া গল্পের প্রয়োজনে নতুন মুখ নিয়ে কাজ করেছি আমি। সবার এমন প্রশংসা ও ভালোবাসায় আমি সার্থক’

এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই নতুন মুখ রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ঋতু। এ ছাড়া আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন, লোবা আহমেদ, শেখ স্বপ্না, ব্রিটিশ বাবু, তামিম ইকবাল, শাহিন মৃধা ও কামাল খান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দরদ একটি ব্যতিক্রমী চলচ্চিত্র : ইমরুল শাহেদ
সাধারণ গ্রেডিংয়ে সার্টিফিকেট প্রাপ্ত চলচ্চিত্র ভয়াল
২৯শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’
বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পেলো দরদ
ট্র‍্যাপের পর মুক্তি পাচ্ছে দ্বীন ইসলামের চরিত্র
ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার

আরও খবর