Header Border

ঢাকা, শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ১৯.৯৬°সে

ক্রিসমাস ও থার্টি ফাস্ট উৎযাপন করতে আমেরিকায় অধরা খান

বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা অধরা খান অসম্ভব রকমের ভ্রমণপ্রিয় – এই কথা সবারই জানা। শোবিজ জগতে আসার আগে থেকেই দেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন তিনি। নিজের ভ্রমণ করা দেশগুলোতে অধরা খান একাধিক বার গেলেও ছুটি কাটাতে কখনো তার আমেরিকা যাওয়া হয়নি। এবার তিনি আমেরিকা ভ্রমণে গিয়েছেন। উপলক্ষ্য ছুটি কাটানো। গেলো ২৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১১ টায় টার্কিস এয়ারওয়েজ এর একটি ফ্লাইট আমেরিকা যাত্রা করে তুরস্কের ইস্তানবুল হয়ে ২৪ ডিসেম্বর আমেরিকার স্থানীয় সময় সকাল এগারোটায় তিনি নিউইয়র্কে পৌঁছেছেন।

আমেরিকায় যাওয়ার আগে নায়ক, মাতাল ও পাগলের মতো ভালোবাসি ছবিখ্যাত নায়িকা অধরা খান এই প্রতিবেদককে আমেরিকা যাওয়া প্রসঙ্গে বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে আমেরিকায় অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু মালদ্বীপ এবং ভারতের মুম্বাইতে আমার অভিনীত ছবির শুটিং থাকায় ওই সময় আর যাওয়া হয়নি। যদিও আমার পাঁচ বছরের মাল্টিপল ভিসা। যাই হোক, শেষ পর্যন্ত আমি ক্রিস্টমাস পালন করার লক্ষ্যেই ২৩ তারিখে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করি।

খ্রিস্টমাস ও থার্টিফাস্ট পালন করতে আমেরিকা যাওয়া প্রসঙ্গে গ্ল্যামার গার্ল অধরা খান বলেন, আসলে ভিন্ন ধর্মাবলম্বীর মানুষজনের উৎসব দেখতে আমার ভালো লাগে। এবারের দুর্গাপূজায় কলকাতা ও মুম্বাই ছিলাম। এবার ২৫ ডিসেম্বর বড় দিন উৎসব দেখার জন্যেই আমার এখানে চলে আসা। তাছাড়া আমেরিকার থার্টি ফাস্ট উদযাপনে অংশ নেওয়াটাও বড় একটা কারণ।

অধরা খান জানান, করোনা পরিস্থিতির কারণে সারাবিশ্ব যখন স্থবির ছিল, তখন আমাদের শোবিজও থমকে ছিল। এখন আবার কাজ শুরু হলেও আগামী এক মাস তার শুটিং শিডিউল নেই। এই অবসর সময়টা কাটানোর জন্যেই তার আমেরিকা যাওয়া। তিনি জানান, প্রায় তিন সপ্তাহ আমেরিকার বিভিন্ন স্টেটে আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করে, ঘুরে বেড়িয়ে কাটাবেন তিনি। এরপর তুরস্ক গিয়ে কয়দিন থাকবেন। সবশেষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে দেশে ফিরবেন বলে আমেরিকা থেকে জানান অধরা খান।

উল্লেখ্য, ট্যালেন্টেড গ্ল্যামার গার্ল অধরা খান বর্তমানে ভারতের একটি ছবিসহ বাংলাদেশের উন্মাদ, গিভ অ্যান্ড টেক, কোভিড – ১৯, ছবিতে অভিনয় করছেন। মুক্তির প্রতীক্ষায় রয়েছে তার অভিনীত বর্ডার ছবিটি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দরদ একটি ব্যতিক্রমী চলচ্চিত্র : ইমরুল শাহেদ
সাধারণ গ্রেডিংয়ে সার্টিফিকেট প্রাপ্ত চলচ্চিত্র ভয়াল
২৯শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’
বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পেলো দরদ
ট্র‍্যাপের পর মুক্তি পাচ্ছে দ্বীন ইসলামের চরিত্র
ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার

আরও খবর