বেশকিছু দিন হলো চিত্রনায়িকা মাহিয়া মাহি নাম লিখিয়েছেন রাজনীতিতে। এবার এমপি হিসেবে নির্বাচনও করতে যাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী মাহি।
আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাহিয়া মাহি।
সংসদ থেকে বিএনপির এমপির পদত্যাগের ফলে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য হয়েছে। ওই আসনে ১ ফেব্রুয়ারি উপনির্বাচন হবে।
এ বিষয়ে মাহি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করি। আমি এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই।’
জয়ের ব্যাপারে আশাবাদী মাহি বলেন, ‘আমি আমার এলাকাকে উন্নত করার লক্ষ্য নিয়ে নির্বাচন করছি। যেভাবেই হোক নৌকাকে আমি বিজয়ী করব। আমি আশা করছি, কমপক্ষে ৫০ হাজার বেশি ভোট পেয়ে বিজয়ী হবো।’