Header Border

ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৪.৯৬°সে

অধরা খানের নতুন সিনেমা দ্য ফ্রড

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মাতাল নায়িকা অধরা খান। শফিক হাসান পরিচালিত দ্যা ফ্রড (বাটপার) নামক এই সিনেমায় নায়িকা হিসেবে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

সম্প্রতি অধরার সুলতানপুর সিনেমা সেন্সর পেয়েছে। খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে। এছাড়াও নতুন বেশ কয়েকটা সিনেমায় কাজ করছেন তিনি।

অধরা খান বলেন, নতুন বছরের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটির গল্প খুব সুন্দর। আমার কাছে ভালো লেগেছে। আশা করছি, একটি ভাল সিনেমা হবে।

এ বিষয়ে পরিচালক শফিক হাসান বলেন, দ্যা ফ্রড (বাটপার) সিনেমাটি নতুন বছরের শুরু থেকেই দেশ এবং দেশের বাহিরে শুটিং করবো। সুন্দর গল্প নিয়ে দেশীয় একটি সিনেমা হতে যাচ্ছে। শিল্পীদের ক্ষেত্রে বেশ কিছু চমক থাকছে। খুব শীঘ্রই অন্যান্য শিল্পী-কুশলীদেরকেও পরিচয় করিয়ে দিবো।

উল্লেখ্য, লাবনী ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন দ্যা ফ্রড (বাটপার) সিনেমাটি প্রযোজনা করছেন শারমিন ইসলাম। শরীফুল ইসলামের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা
২ জুন প্রেক্ষাগৃহে আসছে বিলাশ খানের সুলতানপুর
নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই
মুক্তি পাচ্ছে চিকন আলীর বুবুজান
শফিক হাসানের দ্য ফ্রডে নায়িকা ববি হক
জমকালো আয়োজনে ২য় ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

আরও খবর