Header Border

ঢাকা, শনিবার, ৩রা জুন, ২০২৩ ইং | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে

প্রকাশ পেল বুবলী-রোশানের ‘তুমি বললে’

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘চোখ’ ছবির টিজার। আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় এবার মুক্তি পেল ছবিটির একটি গান। গত ৫ জুলাই মুক্তি পয়েছে ‘তুমি বললে’ শিরোনামের একটি গান। রাজিব হাসানের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার, গেয়েছেন কোনাল ও তুষার। গানটির ভিডিওতে দেখা গেছে ছবির নায়িকা শবনম বুবলী ও অন্যতম অভিনেতা রোশানকে।

রোশান বলেন, ‘“চোখ”-এর টিজারটি দর্শক পছন্দ করেছেন। এবার গানটি মুক্তি পেয়েছে, রোমান্টিক একটি গান। দর্শক দেখুক, মত দিক। শুটিংয়ের সময়েই গানটি পছন্দ হয়েছিল আমার। আশা করছি দর্শকদের ও পছন্দ হবে।

হরর রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি ‘চোখ’। এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। এখন মুক্তির জন্য প্রস্তুত। শিগগিরই ছবির আরও তিনটি গান ‘বুকের ডাক বাক্স’, ‘মন দুয়ারে, ‘মন কিছু মানে না’ ও ট্রেলার প্রকাশিত হবে। বাকি গানগুলো গেয়েছেন এলিটা, কণা, সালমান, পল্লবী রায় ও জি এম আশরাফ। ছবিটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নিরব, জাহিদ ইসলাম প্রমুখ।

গানের লিংক-

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা
২ জুন প্রেক্ষাগৃহে আসছে বিলাশ খানের সুলতানপুর
নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই
মুক্তি পাচ্ছে চিকন আলীর বুবুজান
শফিক হাসানের দ্য ফ্রডে নায়িকা ববি হক
জমকালো আয়োজনে ২য় ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত

আরও খবর