Header Border

ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.৯৬°সে

প্রকাশ পেল বুবলী-রোশানের ‘তুমি বললে’

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ‘চোখ’ ছবির টিজার। আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় এবার মুক্তি পেল ছবিটির একটি গান। গত ৫ জুলাই মুক্তি পয়েছে ‘তুমি বললে’ শিরোনামের একটি গান। রাজিব হাসানের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার, গেয়েছেন কোনাল ও তুষার। গানটির ভিডিওতে দেখা গেছে ছবির নায়িকা শবনম বুবলী ও অন্যতম অভিনেতা রোশানকে।

রোশান বলেন, ‘“চোখ”-এর টিজারটি দর্শক পছন্দ করেছেন। এবার গানটি মুক্তি পেয়েছে, রোমান্টিক একটি গান। দর্শক দেখুক, মত দিক। শুটিংয়ের সময়েই গানটি পছন্দ হয়েছিল আমার। আশা করছি দর্শকদের ও পছন্দ হবে।

হরর রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি ‘চোখ’। এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। এখন মুক্তির জন্য প্রস্তুত। শিগগিরই ছবির আরও তিনটি গান ‘বুকের ডাক বাক্স’, ‘মন দুয়ারে, ‘মন কিছু মানে না’ ও ট্রেলার প্রকাশিত হবে। বাকি গানগুলো গেয়েছেন এলিটা, কণা, সালমান, পল্লবী রায় ও জি এম আশরাফ। ছবিটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নিরব, জাহিদ ইসলাম প্রমুখ।

গানের লিংক-

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিবাহিত জীবনের ১২ বছর পূর্ণ করলেন অনন্ত-বর্ষা
চলচ্চিত্রের গানে প্রথমবার রুবেল খন্দকার
কিলহিম- ২ সিনেমার সাথে যুক্ত হলেন শাহ্ আলম
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রথম দিন মুন্নার ‘ভাগ্য’
আজ দেশব্যাপি মুক্তি পেলো ফুলজান
গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা

আরও খবর