Header Border

ঢাকা, সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৭.৯৬°সে

ঈদে শাকিলা’র নতুন গান প্রকাশিত হলো “আমার আমিকে”

আজ রিলিজ হতে যাচ্ছে শাকিলা শাকির”আমার আমিকে” শিরোনামে নতুন গান।গানটির কথা-শরীফ লিয়াকত হোসেন দিপু।সুর ও সংগীত- মোহাম্মদ নাদিম ভূঁইয়া।ডিরেকশন-ইয়ামিন ইলেন।ইডিটিং-জিকু। এবং ভিডিও মেকিং-ই-মিউজিক।

শাকিলা শাকির ২০১৪তে প্রথম সলো এলবাম রিলিজ করে।”পাগল তোর জন্য রে”। মুভিতে প্রথম প্লে-ব্যাক করা। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি শাকিলা শাকির।এক এক করে সলো গান রিলিজ হলো বেশকিছু। এরপর “ছুঁয়ে দিলে মন” সিনেমার টাইটেল ট্র্যাক”ছুঁয়ে দিলে মন”গানটা সহ শিল্পী তাহসানের সাথে সবার মন কেড়ে নেয় এই গুনী শিল্পী।আর খুব জনপ্রিয়তা পায় সাথে প্রথম আলোর মতো আরো বেশ কিছু এ্যাওয়ার্ড পায় এই গানটি। বিভিন্ন চ্যানেলের লাইভ অনুষ্ঠান নিজের মৌলিক গান এসব নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন ‌শাকিলা শাকির। শাকিলা সকলের কাছে দোয়া চেয়েছেন।

নাদিম বলেন, “এই গানটা আমার খুব পছন্দের ।অনেক সময় অনেক ধরনে গানের মিউজিক ও সুর করে থাকি কিন্তু এই গানটি আমার অন্য রকম ভালো লাগা ।শাকিলার সাথে আমি আরো কাজ করেছি । তার মধ্যে দু বছর আগে একটি গান এসেছিল শাকিলা ব্যক্তিগত YouTube চ্যানেলে ।

একদিন শাকিলা আমাকে বলল একটি খুব ভালো লিরিক পেয়েছি। যেটাতে খুব সুন্দর একটি গল্প হবে । গানটি লিখেছেন শরিফ লিয়াকাত হোসেন দিপু।এরিমধ্যে আমি শাকিলা আর দিপু ভাই একদিন আমার ষ্টুডিওতে বসলাম । আমরা আলোচনা করে সুর করলাম । তার পর পরই দেশের প্রতিকুল অবস্থা শুরু হয়ে গেল প্রথম ধাপের । আমি অনেকটা সময় পেলাম মিউজিক করার জন্য । আমি সময় নিয়ে মিউজিকটি তৈরি করেছি।

কিন্তু পরিস্তিতির জন্য শাকিলা কন্ঠ দিতে পারছিল না । তারিমধ্যে দিপু ভাই আমাকে বেশ উৎসাহ দিয়েছে । তাই বিশেষভাবে দিপু ভাইকে ধন্যবাদ জানাই । যখন সবকিছু একটু শিথিল হল শাকিলা এসে কন্ঠ দিয়ে গেল । খুব চমৎকার গেয়েছে ।ধন্যবাদ শাকিলা । আমি চেষ্টা করেছি একটি ভাল কাজ দেয়ার । আর গানটি নিয়ে আমরা খুব আশাবাদী । আপনাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সফল হবে । আমাদের পাশে থাকবেন এইটুকুই চাওয়া । ধন্যবাদ ।

গানটি প্রকাশ পাবে: Kontho Mala presents
এই YouTube চ্যানেলটিতে

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আগামীকাল প্রকাশ পাচ্ছে নিপুন রাজ ও স্নিগ্ধার মাটির পরী
ঈদ ধামাকা সাথী খানের ‘মানুষ ভাঙ্গে মানুষের অন্তর’
সুমি শবনমের ‘ঈদ মোবারক ঈদ’
প্রকাশ পেল জসীম উদ্দিন আকাশের কথায় ‘কারে আমি বিশ্বাস করি’
আসছে নওমী খানের ‘কবে আমার হবে’
মুক্তি পেল মুন্না খানের ‘অন্তর পোড়া গন্ধ’

আরও খবর