Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৩ ইং | ১৯শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ (শীতকাল) ১৬.৯৬°সে

সেপ্টেম্বরে শুরু হচ্ছে শাপলা মিডিয়ার একশো ছবির কাজ

‘ঘুমিয়ে পড়া বিএফডিসি এবার জেগে উঠবে চলচ্চিত্রের সবার মুখে আবার হাসি ফুটবে’- স্লোগান নিয়ে ঐতিহাসিক এক মিশন শুরু করেছিলেন শাপলা মিডিয়া। নানা সংকটে ধুঁকতে থাকা ঢালিউডকে চাঙ্গা করতে একসঙ্গে একশ সিনেমার ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান। কিন্তু এরই মধ্যে আকার ধারণ করে করোনা মহামারির প্রকট । কয়েকটা ছবির কাজ হলেও বন্ধ হয়ে যায় বাকি ছবি গুলোর কাজ।

এরই মধ্যে সব গুলো সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। সচল হচ্ছে দেশ । তাই এবার শাপলা মিডিয়া সিদ্ধান্ত নিতে যাচ্ছে আগামী মাসের মাঝামাঝি সময় থেকে একশ ছবির বাকি ছবি গুলো ধাপে ধাপে শুটিং করার। তবে যে ছবি গুলো কিছু কাজ বাকি আছে তারা প্রখম ধাপ ও দ্বিতীয় ধাপ শেষ করবে বলে জানাগেছে। এরপর তৃতীয় ধাপে শুরু হবে ঘোষনা অনুযায়ী ছবি গুলো।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র থেকে জানানো হয়, এ ব্যাপারে তারা নতুন পরিকল্পনা তৈরি করেছে। প্রথম ধাপে তারা শেষ করবেন শুরুতে উদ্যোগ নেওয়া দশটি ছবির কাজ। তারপর শুরু হবে তিন চার দিনের কাজ বাকি আছে এমন ছবিগুলোর কাজ। প্রথম বিশটি ছবির কাজ শেষ হলেই আবার নতুন তৃতীয় দফায় আরো দশটি ছবির কাজ শুরু করবে।
তবে এই উদ্যোগে যেসব পরিচালকদের নাম ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে সাইনিং মানি দেওয়া হয়েছে তাদের মধ্যে ইতোমধ্যে দুই জন পরিচালক প্রয়াত হয়েছেন। একজন রসিকতা করে বললেন, শাপলার একশ ছবি শেষ হতে হতে আরো কয়েকজন এভাবে বিয়োগ হয়ে যেতে পারেন। এছাড়া কয়েকজন পরিচালক নিজে থেকেই সরে গেছেন। কয়েকজনকে নানা কারণে ছবি দিয়েও বাদ দেওয়া হয়েছে।
এই বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, যারা এই বিষয়গুলো নিয়ে উপহাস করে তাদেরকে বুঝতে হবে লকডাউন করনা পরিস্থিতি চেয়ে সিনেমা বড় নয় এই বছরের মধ্যে প্রায় চল্লিশটি ছবির কাজ শেষ হবে ইনশাআল্লাহ যদি পরিস্থিতি ঠিক থাকে সামনে যদি কোন কঠোর লকডাউন না আসে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জমকালো আয়োজনে ২য় ‘ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত
ভালোবাসা দিবসে আসছে ‘কথা দিলাম’
৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুন্না-নিপুণের ‘ভাগ্য’
ভেঙে গেলো পরীমনি ও রাজের সংসার
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি
অধরা খানের নতুন সিনেমা দ্য ফ্রড

আরও খবর