Header Border

ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২২.৯৬°সে

সারা জেরিনের জন্মদিনে নিশ্চুপ ভালোবাসা টিমের আয়োজন

জ্বী হুজুর খ্যাত চিত্রনায়িকা সারা জেরিনের জন্মদিন আজ। জন্মদিনে সারা জেরিন অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘নিশ্চুপ ভালোবাসা’ টীমের সাথে রাজধানীর একটি স্টুডিওতে কেক কাটেন এই চিত্রনায়িকা।

নিশ্চুপ ভালোবাসা চলচ্চিত্রের সম্পাদনা শেষে ডাবিং ও প্রায় শেষ করা হয়েছে। সারা জেরিনের জন্মদিন উপলক্ষে আজ রেকর্ডিং স্টুডিওতে নিশ্চুপ ভালোবাসা চলচ্চিত্রের ডাবিং এর শেষ সিডিউল রাখা হয়েছে। কেক কেটে ডাবিংয়ে অংশ নেন ছবিটির শিল্পীরা। সারা জেরিন ছাড়াও উপস্থিত ছিলেন ছবির প্রযোজক রাশেদ খান, পরিচালক রুবেল মাহমুদ, অভিনেতা রাশেদ প্রহর, আফফান মিতুল সহ অন্যান্য শিল্পীরা।

উল্লেখ্য, চিত্রনায়িকা সারা জেরিন অভিনীত জ্বী হুজুর, অন্যরকম ভালোবাসা এবং রোমিও ২০১৩ ছবি তিনটি মুক্তি পেয়েছে। ছবি গুলো পরিচালনা করেছেন যথাক্রমে জাকির হোসেন রাজু, শাহীন সুমন, রাজু চৌধুরী।

ভিডিওতে চিত্রনায়িকা সারা জেরিনের জন্মদিন – https://youtu.be/Oj744sGZLwU

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অনিক বিশ্বাস’র ‘খোদা হাফেজ’ সিনেমার পোস্টার প্রকাশ
নৌকায় ঠাঁই পায়নি যেসব শোবিজ তারকা
আগামী ১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মেঘনা কন্যা’
আগামী ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে যন্ত্রণা
আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘শেষ বাজি’
সাপের কামরে আহত ওমর সানী

আরও খবর