Header Border

ঢাকা, শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৩.৯৬°সে

রানা বর্তমানের নামে মিজানুর রহমান মিজানের অভিযোগ

বর্তমানে দেশিয় চলচ্চিত্রে খড়া কেটে উঠতে না উঠতেই যেন নতুন হায়েনাদের হাতে চলচ্চিত্রের ধ্বংসের হতে চলেছে। দীর্ঘ করোনা আর অশ্লীলতা কাটতে না কাটতেই সোস্যাল মিডিয়ায় নতুন পাইরেসি বন্ধে বেশ শক্ত অবস্থান নিতে পরিচালক মিজানুর রহমান মিজান এভাবেই সাংবাদিকদের সামনে এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি এ পরিচালক নতুন ছবি “রাগী” সেন্সরে জমা দেয়ার আগেই সোস্যাল মিডিয়ায় একটি গানের পুরো দৃশ্যায়ন রানা বর্তমানের পেজে ছেড়ে দিতে দেখা যায়। পরিচালক এমনটি অভিযােগ করেন সাংবাদিকদের কাছে। পরিচালক সূত্রে আরও জানা যায়, ‘নতুন চলচ্চিত্র “রাগী”র অসংখ ফুটেজ ইউটিউবসহ ফেসবুকে একাধিক আইডি, পেজসহ দেখা যাচ্ছে। এসবের পরে পূর্ণদৈঘ্য চলচ্চিত্র নিয়ে বেশ আতংক বিরাজ করছেন তাদের মধ্যে।’

এদিকে গত ২৩ নভেম্বর মঙ্গলবার ২০২১ইং বিকাল ৩ ঘটিকায় এ বিষয়ে হাজির হন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্দ্যেশে। তাৎক্ষনিক এ পরিচালকে একটি অভিযোগ লিখে দায়ের করেন চলচ্চিত্র পরিচালক সমিতিতে। এরপর হাজির হন তেঁজগাও শিল্পাঞ্চল থানায়। সেখানেও এই রানা বর্তমানের নামে আবারও অভিযোগ করতে দেখা যায় আস্থা কথাচিত্রের প্রযোজক জয়াকে।

এ প্রসঙ্গে প্রযোজক জয়া বলেন, ‘আস্থা কথাচিত্রের প্রথম অবদান “রাগী” চলচ্চিত্রটি। দীর্ঘ করোনা মহামারীর জন্য চলচ্চিত্রটি বেশ কষ্টে নির্মিত হয়েছে। সকল কাজ শেষ করে আমরা সেন্সরে জমা দেয়ার জন্য পরিচালক মিজানুর রহমান মিজানের সাথে সম্প্রতি কথাও হয়েছে। হঠাৎ আজ এই দু-সংবাদটি শুনতে হলো। আমি ইতিমধ্যে তেঁজগাও শিল্পাঞ্চল থানায় অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান এই প্রযোজক।’ তিনি আরও বলেন, ‘আমরা একটি চলচ্চিত্রে নির্মাণ করতে কোটি টাকার বেশি খরচ করি। সেখানে কিছু দু-চরিত্রের লোক আছে যারা কিনা চলচ্চিত্রের ফুটেজ নিয়েই সোস্যাল মিডিয়ায় ছেড়ে দেন। তাতে করে আমাদের চলচ্চিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও এসব সোস্যাল মিডিয়ায় পাইরেসি’র বিষয়ে চলচ্চিত্রের সকলকে সোচ্চার হবার কথাও জানান তিনি।’

পরিচালক মিজানুর রহমান মিজান জানায়, ‘নতুন চলচ্চিত্রের জন্য বাসায় স্ক্রীপ্ট লিখার সময় একটি ফোনে জানতে পারি রানা বর্তমান নামের একটি পেজ থেকে আমাদের “রাগী” চলচ্চিত্রের মূল গানের ফুটেজ ছেড়ে দিয়েছেন। যেখানে হিরো-হিরোইনের সম্পূর্ণ লুক প্রকাশ করেছেন তিনি। এখন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে তাদের বেশ সংকিত দেখা গেছে।’ এ পরিচালক আরও জানায়, ‘আমার কাছে মনে হচ্ছে তার কাছে আমার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র থাকার সম্ভাবনা রয়েছে। এসব বিষয় নিয়ে চলচ্চিত্র পরিচালক ও তেঁজগাও শিল্পাঞ্চল থানায় পৃথকভাবে দুইটি অভিযােগ দায়ের করার কথা জানা যায়।’

তবে এসব বিষয় চক্রান্তের কথা মুঠোফোনে জানিয়েছেন রানা বর্তমান। তিনি জানান, ‘আমার নামে প্রতিনিয়ত চক্রান্ত হচ্ছে। কারা এসব করছেন তা নিয়ে তাকেও বেশ সংকিত দেখা গেছে।’ তিনি আরও জানান, ‘তেঁজগাও থানা থেকে আলমগীর সাহেব নামে একজন আমাকে ফোন করে থানায় যেতে বলেছেন। তিনি বৃহস্পতিবার সেখানে গিয়ে অভিযােগের বিষয় অবগত হবেন।’

চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষে অভিযোগ সম্পর্কে সাংগঠনিক সম্পাদক অপূর্বরানা বলেন, ‘যেহেতু পরিচালক মিজানুর রহমান মিজান আমাদের পূনাঙ্গ সদস্য। সেহেতু রানা বর্তমানের নামে আগেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে সকল আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবেন বলে জানানো হয়।’

একটি বিশ্বস্থসূত্রে জানায় যায় এর আগেও একাধিক অভিযোগের বাইরেও রানা বর্তমানের নামে অশ্লীল ভিডিও নির্মাণের অপরাধে গ্রেফতারের কথা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দরদ একটি ব্যতিক্রমী চলচ্চিত্র : ইমরুল শাহেদ
সাধারণ গ্রেডিংয়ে সার্টিফিকেট প্রাপ্ত চলচ্চিত্র ভয়াল
২৯শে নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভয়াল’
বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পেলো দরদ
ট্র‍্যাপের পর মুক্তি পাচ্ছে দ্বীন ইসলামের চরিত্র
ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার

আরও খবর