Header Border

ঢাকা, শুক্রবার, ১লা ডিসেম্বর, ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৪.৯৬°সে

৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুন্না-নিপুণের ‘ভাগ্য’

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত নতুন দিনের পরিচালক মাহবুবুর রশিদ পরিচালিত প্রথম ছবি ‘ভাগ্য’। এতে জুটিবেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক মুন্না ও নায়িকা নিপুণ আক্তার। এর আগে উত্তম আকাশ পরিচালিত চিত্রনায়ক মুন্না’র ‘ধূসর কুয়াশা’ নামে আরো একটি সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। সে ছবিতেও মুন্না’র নায়িকা ছিলেন নিপুণ। ‘ভাগ্য’ এই জুটির দ্বিতীয় সিনেমা। এটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি তথা ভালোবাসার মাসের প্রথম শুক্রবার।

ভাগ্য নিয়ে চিত্রনায়ক মুন্না বলেন, ভালোভাবে ছবির কাজটি করার চেষ্টা করেছি। নিপুণের সাথে এর আগে ধূসর কুয়াশায় কাজ করার কারনে রসায়নটা ভালো হয়েছে। আগামী মাসের প্রথম শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ছবিটি মুক্তি পাবে। ছবিটি সত্য ঘটনার ছাঁয়া অবলম্বনে মৌলিক গল্পে নির্মিত, আশা করেছি সব শ্রেণির দর্শকদের পছন্দের ছবি হবে ভাগ্য।

চিত্রনায়িকা নিপুণ বলেন, অনেকদিন পর মুন্নার সাথে নতুন আরেকটি ছবিতে অভিনয় করেছি। তার সাথে পূর্বে কাজের অভিজ্ঞতা ভালো, তাই এই কাজটি আমাদের সুন্দর হয়েছে। দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখুক এটাই চাওয়া।

অজানাকে জানা, দেশপ্রেম ও সামাজিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ভাগ্য’ সিনেমাটি। হালিমা কথাচিত্রের ব্যানারে এতে আরো অভিনয় অভিনয় করেছেন মাসুম আজিজ, গুলশান আরা, সাংকো পাঞ্জা, জেসমিন, আফসানা নূপুর, গাঙ্গুয়া, সাবিহা জামান প্রমুখ।

সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা মোঃ মাহবুবুর রশিদ। সহযোগী পরিচালক ছিলেন নিরঞ্জন বিশ্বাস। এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, দিনাত জাহান মুন্নী, স্মরণ, কাজী শুভ, সুস্মিতা সাহা। সাংগীত পরিচালনা করেছেন ঝংকার খন্দকার।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

অনিক বিশ্বাস’র ‘খোদা হাফেজ’ সিনেমার পোস্টার প্রকাশ
নৌকায় ঠাঁই পায়নি যেসব শোবিজ তারকা
আগামী ১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মেঘনা কন্যা’
আগামী ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে যন্ত্রণা
আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘শেষ বাজি’
সাপের কামরে আহত ওমর সানী

আরও খবর