Header Border

ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল) ৩০.৯৬°সে

মুক্তি পাচ্ছে চিকন আলীর বুবুজান

বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ চিকন আলী। হাস্যরসাত্মক অভিনয় দিয়ে মাতিয়ে রাখেন সিনেমাহল। আগামীকাল ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে চিকন আলী অভিনীত নতুন সিনেমা ‘বুবুজান’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান, নিশাত নাওয়ার সালওয়া, মাহিয়া মাহি, শিবা সানু প্রমুখ। এতে কৌতুক অভিনেতা হিসেবে দেখা যাবে চিকন আলীকে।

সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। বিভিন্ন সময়, বিভিন্ন গেটআপে ‘বুবুজান’ সিনেমায় চিকন আলী কে উপস্থিত করেছেন বসগিরি খ্যাত এই পরিচালক। ছবিতে ভাই বোনের প্রেমের এক অনন্য নিদর্শন দেখতে পাবেন দর্শক।

চিকন আলী বলেন- আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ‘বুবুজান’ সিনেমাটি দেখে দর্শক হতাশ হবেন না। সিনেমার বাজেট কাস্টিং, লোকেশনে প্রচুর বৈচিত্র এনেছেন পরিচালক রনী ভাই। মাহিয়া মাহি,শান্ত খান, নিশাত নাওয়ার সালওয়া, শিবা শানু, ইলিয়াস কোবরা, কমল পাটেকার সহ সবাই সবার সেরাটা দিয়েই অভিনয় করেছেন এই ছবিতে। আর আমি আমার চরিত্রে আবার ও বসগিরির পর নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিবাহিত জীবনের ১২ বছর পূর্ণ করলেন অনন্ত-বর্ষা
চলচ্চিত্রের গানে প্রথমবার রুবেল খন্দকার
কিলহিম- ২ সিনেমার সাথে যুক্ত হলেন শাহ্ আলম
চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে প্রথম দিন মুন্নার ‘ভাগ্য’
আজ দেশব্যাপি মুক্তি পেলো ফুলজান
গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা

আরও খবর