Header Border

ঢাকা, শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ ইং | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৫.৯৬°সে

মুক্তি পাচ্ছে চিকন আলীর বুবুজান

বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ চিকন আলী। হাস্যরসাত্মক অভিনয় দিয়ে মাতিয়ে রাখেন সিনেমাহল। আগামীকাল ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে চিকন আলী অভিনীত নতুন সিনেমা ‘বুবুজান’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান, নিশাত নাওয়ার সালওয়া, মাহিয়া মাহি, শিবা সানু প্রমুখ। এতে কৌতুক অভিনেতা হিসেবে দেখা যাবে চিকন আলীকে।

সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। বিভিন্ন সময়, বিভিন্ন গেটআপে ‘বুবুজান’ সিনেমায় চিকন আলী কে উপস্থিত করেছেন বসগিরি খ্যাত এই পরিচালক। ছবিতে ভাই বোনের প্রেমের এক অনন্য নিদর্শন দেখতে পাবেন দর্শক।

চিকন আলী বলেন- আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ‘বুবুজান’ সিনেমাটি দেখে দর্শক হতাশ হবেন না। সিনেমার বাজেট কাস্টিং, লোকেশনে প্রচুর বৈচিত্র এনেছেন পরিচালক রনী ভাই। মাহিয়া মাহি,শান্ত খান, নিশাত নাওয়ার সালওয়া, শিবা শানু, ইলিয়াস কোবরা, কমল পাটেকার সহ সবাই সবার সেরাটা দিয়েই অভিনয় করেছেন এই ছবিতে। আর আমি আমার চরিত্রে আবার ও বসগিরির পর নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ট্র‍্যাপের পর মুক্তি পাচ্ছে দ্বীন ইসলামের চরিত্র
ঈদে মুক্তি পাচ্ছে মেঘনা কন্যা, ৮ মার্চ আসছে টিজার
শিল্পীদের স্বার্থে কাজ করাই আমার লক্ষ্য – ডিপজল
ফিল্ম ক্লাবের নির্বাচনে চিত্রনায়িকা পলি
ফিল্ম ক্লাব ঢেলে সাজাতে চান সামসুল আলম-ইকবাল
চার বছর পর সিনেমাহলের পর্দায় কায়েস আরজু

আরও খবর