অসংখ্য সুপারহিট সিনেমার সুনির্মাতা এফ আই মানিকের পরিচালনায় ২০১১ সালের দিকে ‘এ দেশ তোমার আমার’ ছবিটির শুটিং শুরু হয়েছিল। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পেলো ছবিটি। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আনকাট সেন্সর সনদ পেয়েছে ছবিটি।
দেশ প্রেমের গল্পে নির্মিত ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জায়েদ খান ও রুমানা। এতে আরও অভিনয় করেছেন একঝাঁক তারকা শিল্পী। তারা হলেন সোহেল রানা, ডিপজল, প্রয়াত দিতি ও মিজু আহমেদ।
এফ আই মানিক পরিচালিত ছবিটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ছবির নায়ক জায়েদ খান বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর নানা জটিলতা কাটিয়ে দেশ প্রেমের গল্পের ছবি ‘এ দেশ তোমার আমার’ সেন্সর পেয়েছে। সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস আমাকে ফোন দিয়ে ছবির প্রশংসা করেছেন। ছবির দুই অভিনয় শিল্পী দিতি আপা ও মিজু আহমেদ ভাই আজ আমাদের মাঝে নেই। তাদের সঙ্গে কাজের অনেক স্মৃতি রয়েছে। আশা করছি তারকা নির্ভর ছবিটি দর্শকরা পছন্দ করবেন।
এদিকে বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার অদূরে হোতা পাড়ায় জাহিদ হোসেন পরিচালিত ‘সোনার চর’ ছবির শুটিং শুরু করেছেন জায়েদ খান। তার বিপরীতে রয়েছেন নবাগতা স্নিগ্ধা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ওমর সানী ও মৌসুমীসহ অনেকে।